ই-পেপার

যৌতুকের জন্য স্বামী-সতীন মিলে গৃহবধূকে নির্যাতন

নিজস্ব প্রতিবেদক | আপডেট: January 2, 2022

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় যৌতুকের দাবিতে এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগ উঠেছে স্বামী ও সতীনের বিরুদ্ধে। ঘটনাটি গত বছর ২৯ ডিসেম্বর বাকেরগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভরপাশায় ঘটেছে।

আহত গৃহবধূ মোসা: আখি বেগম (৪০) ওই এলাকার জামাল হোসেন বিপ্লবের স্ত্রী। নির্যাতিত নারী বাকেরগঞ্জ থানায় স্বামীর বিরুদ্ধে লিখিত অবিযোগ দিয়েছেন।

অভিযোগ সুত্রে জানাগেছে, গত সাত বছর পূর্বে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভরপাশা এলাকার বাসিন্দা মোঃ শুলতান সিকদারের ছেলে জামাল হোসেন বিপ্লবের সাথে বিয়ে হয় আখি বেগমের। বিপ্লবের আরো এক স্ত্রী রয়েছে। বিয়ের পর আখি বেগমকে পৌরসভার টিএন্ডটি রোডে একটি বাসা ভাড়া করে রাখেন বিপ্লব।

তিনি অভিযোগ করেন গত দুই বছর যাবত বিপ্লব তাকে কোন প্রকার ভরনপোষন দিচ্ছেনা। ইতিমধ্যে আখি বেগম তার বাবার বাড়ি থেকে জামাল হোসেন বিপ্লবকে ৯১ হাজার টাকা ও এক ভরি ৮ আনা ওজনের স্বর্ণালংকার এনে দিয়েছেন। এরপর স্বামী তাকে পুনরায় ভরনপোষন দেওয়া শুরু করে।

কিন্তু মাস কয়েক না যেতেই আবারও ওই গৃহবধূর ভরনপোষণ বন্ধ করে দেন বিপ্লব। ভরনপোষণের দাবি করলে স্বামী বিপ্লব পুনরায় বাবার বাড়ি থেকে ব্যবসা করার জন্য দুই লাখ টাকা এনে দেয়ার জন্য স্ত্রীর প্রতি চাপ সৃষ্টি করে। টাকা না পেলে গৃহবধূকে তালাক প্রদানের হুমকি দেন।

ঘটনার দিন গত ২৯ ডিসেম্বর সকাল সাড়ে ১০টার দিকে ভরনপোষণের দাবি জানালে জামাল হোসেন বিপ্লব ও তার দেবর রাসেল বেপারী, সতিন শিউলি বেগম, সতিনের মেয়ে যুথি আক্তার, মুক্তি আক্তার, মিলে হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়।

আখি বেগম জানায়, বিয়ের পর থেকেই তার স্বামী তাকে বাপের বাড়ি থেকে যৌতুকের টাকার জন্য চাপ সৃষ্টি ও নির্যাতন শুরু করে। তিনি তার বাবার বাড়ি থেকে টাকা এনে দিলে কদিন ভাল, পরে আবার নির্যাতন শুরু করে। কিন্তু দুই লাখ টাকা দিতে না পারায় আমাকে কোন ভরনপোষণ না দিয়ে উল্টো নির্যাতন করেন।

  • ফেইসবুক শেয়ার করুন