ই-পেপার

মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

নিজস্ব প্রতিবেদক | আপডেট: January 6, 2022

মোটরসাইকেলের ধাক্কায় পুষ্প রানী তপাদার (৭৫) নামের এক বৃদ্ধা নারী শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। নিহত পুষ্প রানী গৌরনদী উপজেলার পশ্চিম বাউরগাতি গ্রামের অনুকুল তপাদারের স্ত্রী।

স্থানীয়রা জানান, বুধবার দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী গ্রামের সজিবুর রহমান নামের এক যুবকের বেপরোয়াগতির মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হয় পুষ্প রানী। আশঙ্কাজনক অবস্থায় তাকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হলে রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ বেলাল হোসেন জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • ফেইসবুক শেয়ার করুন