নিজস্ব প্রতিবেদক | আপডেট: January 7, 2022
বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস বলেছেন, ‘আওয়ামী লীগে অনেক ত্যাগী নেতা ছিলেন বলেই বারবার আঘাত করেও ষড়যন্ত্রকারীরা দলকে নিশ্চিহ্ন করতে পারেনি। দেশের স্বাধীনতা সংগ্রাম, গণতন্ত্র ও স্বৈরাচারবিরোধী আন্দোলনে ত্যাগী নেতাকর্মীদের নিজেদের জীবন বাজি রেখে দলের জন্য কাজ করেছেন।
শুক্রবার (৭ জানুয়ারি) দুপুরে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার সরকারি পাতারহাট আর.সি কলেজ মিলনায়তনে আয়োজিত উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথি’র বক্তৃতায় তিনি এ কথা বলেন।
দলের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্য করে তালুকদার মো. ইউনুস বলেন, ‘আওয়ামী লীগ চলে আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী, কারোর কথায় নয়’। মেহেন্দিগঞ্জে আওয়ামী লীগের সব পর্যায়ের কমিটিতে দীর্ঘদিনের পরীক্ষিত নেতাকর্মীদের অবশ্যই মূল্যায়ন করে ত্যাগিদের অগ্রাধিকার দেয়া হবে। পাশাপাশি যারা আওয়ামী লীগের মূলস্রোত ধারা থেকে নেতাকর্মীদের বাহিরে আনার চেষ্টা করে নিজের স্বার্থে ব্যবহার করবে তাদেরকেও কোন ছাড় দেয়া হবে না।
মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বরিশাল জেলা পরিষদের চেয়ারম্যান এবং সাবেক সংসদ সদস্য মো. মঈদুল ইসলামের সভাপতিত্বে বর্ধিত সভায় আরও বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহেব হোসেন সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুনসুর আহমেদ প্রমুখ।
মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র কামাল উদ্দিন খানের সঞ্চালনায় বর্ধিত সভায় মেহেন্দিগঞ্জ উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।