ই-পেপার

মুলাদীতে ৭ম শ্রেণির ছাত্রীর ওপর পিতা-পুত্রের হামলা

মুলাদী (বরিশাল) প্রতিবেদক | আপডেট: December 15, 2021

পারিবারিক বিরোধের জের ধরে মুলাদী মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণীর মেধাবী শিক্ষার্থী ইসরাত জাহান কলি আক্তারের উপর হামলা চালিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে সীমান্তবর্তী হিজলা উপজেলার চরপত্তনীভাংগা গ্রামের হারুন দর্জি ও পুত্র আসলাম দর্জির বিরুদ্ধে।

অভিযোগ ও ঘটনার সূত্রে জানা যায়, গত ১১ই ডিসেম্বর শনিবার দুপুর ২টার দিকে বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল নিয়ে কলি আক্তার বাড়িতে পৌঁছালে পূর্ব বিরোধের জের ধরে দেশীয় অস্ত্র নিয়ে কলি আক্তার ও তার পিতার ওপর হামলা চালায় আসলাম দর্জি ও তার পিতা হারুন দর্জি।

হামলায় গুরুতর আহত স্কুলছাত্রীর ডাকচিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়।

কলি আক্তারের পিতা শহিদুল ইসলাম দর্জি অভিযোগ করে বলেন, আমার মেয়ে ৫ম শ্রেণীতে ট্যালেন্ট পুলে বৃদ্ধি পেয়েছে। তারা আমার মেয়েকে স্কুল ড্রেস পরা অবস্থায় মেরে গুরুতর আহত করেছে। আমি এর বিচার চাই। এ ব্যাপারে হামলাকারীদের বিরুদ্ধে অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তিনি।

স্থানীয়রা জানিয়েছেন, ‘হারুন ও শহিদুল দর্জি দুই ভাই। তাদের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছে। সেই বিরোধের জের ধরে স্কুলছাত্রীর ওপর হামলার ঘটনা ন্যাক্কারজনক বলেন তারা।

  • ফেইসবুক শেয়ার করুন