ই-পেপার

মুলাদীতে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | আপডেট: January 15, 2022

বরিশালের মুলাদী উপজেলায় পিকআপ ভ্যানের ধাক্কায় নিরব ঘরামী (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে মুলাদী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিরব উপজেলার দরিচর লক্ষ্মীপুর এলাকার শফিক ঘরামীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে মুলাদী বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পার হচ্ছিল নিরব। এ সময় একটি পিকআপ ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় সে। তাৎক্ষণিকভাবে পথচারীরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাকসুদুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এছাড়া পিকআপ ভ্যান ও এর চালক রুবেলকে আটক করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন