মুলাদী (বরিশাল) প্রতিবেদক | আপডেট: November 23, 2021
জাতীয়তাবাদী ছাত্রদলের বরিশালের মুলাদী পৌরসভার ১.২.৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৪টায় পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে মল্লিক বাড়ি সংলগ্ন বালুর মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন পৌর ছাত্রদলের আহ্বায়ক মো. সোহানুর রহমান সোহান এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মো. কবির মোল্লা।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও পৌর বিএনপি নেতা সেলিম আহম্মেদ দুলাল মল্লিক, বিএনপি নেতা কামাল মল্লিক, ওয়ার্ড বিএনপি’র সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন হাওলাদার,
সবুজ সরদার, বরিশাল উত্তর জেলা জিসাস সদস্য সচিব রুবেল মোল্লা, কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা সেচ্ছাসেবকদল নেতা নজরুল সিকদার, পৌর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও স্বেচ্ছাসেবকদল নেতা আফজাল হোসেন,
সেন্টু হাওলাদার, সাইফুল সিকদার, জেলা ছাত্রদলের সহ-সম্পাদক নেছার উদ্দিন সোয়েব শরীফ, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ হেমায়েত উদ্দিন হাওলাদার, প্রমুখ।