নিজস্ব প্রতিবেদক | আপডেট: November 18, 2021
বরিশালের মুলাদী উপজেলা আওয়ামীলীগ, পৌর আওয়ামীলীগ ও ইউনিয়ন আওয়ামীলীগের বহিস্কৃত নেতৃবৃন্দের বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার বরিশাল জেলা আওয়ামীলীগের বিশেষ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সভায় বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য, বরিশাল জেলা আওয়ামীলীগ সভাপতি, (মন্ত্রী), আবুল হাসানাত আবদুল্লাহ এমপি উপস্থিত ছিলেন।
সভা থেকে মূলাদী উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ ও ইউনিয়ন আওয়ামী লীগের বহিঃস্কৃত নেতৃবৃন্দের ব্যাপারে বিস্তারিত আলাপ আলোচনার পর আলমগীর হোসেন হিরন, সালেহ উদ্দিন হাওলাদার, মশিউর রহমান টিপু হাওলাদার, মিজানুর রহমান হাওলাদার,
মোসলেম উদ্দিন বয়াতি, আ: রব মুন্সী, দীদারুল আহসান খান, অহিদুজ্জামান আনোয়ার, মো. দেলোয়ার হাওলাদার, এম.এ. আজিজ, ইঞ্জিনিয়ার ইউসুফ আলী, সিরাজুল ইসলাম মুন্সী, মজিবর রহমান শরীফসহ (মোট ১৩ জন) এর বহিস্কার আদেশ প্রত্যাহারে সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।
অবিলম্বে এই আদেশ কার্যকর হবে বলে নির্দেশনা প্রদান করা হয়। সভায় জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস সহ অনান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।