নিজস্ব প্রতিবেদক | আপডেট: December 18, 2021
করোনার কারণে পুরো বিশ্ব থেমে গিয়েছিল। সবে মাত্র সব কিছু স্বাভাবিক হচ্ছিল। এর মাঝেই আবার করোনার প্রকোপ বাড়তে চলেছে।
গ্র্যান্ড ফিনালের মাত্র কয়েক ঘণ্টা আগে ‘মিস ওয়ার্ল্ড ২০২১’ স্থগিতের ঘোষণা এসেছে। কারণ হিসেবে আয়োজকরা জানিয়েছেন, ২৩ প্রতিযোগীসহ ৩৮ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ায় সাময়িক বিরতি ছাড়া উপায় ছিল না।
এবারের ৭০ তম ‘মিস ওয়ার্ল্ড’ এর আসরে ৯৭ প্রতিযোগী অংশ নেয়। অংশ নেওয়া ২৩ প্রতিযোগীর শরীরে করোনা পজিটিভ। সেই সঙ্গে অনুষ্ঠানের বাকি ১৫ কর্মীর শরীরে করোনা পজিটিভ এসেছে।
এ আয়োজনে অংশ নেওয়া প্রতিযোগী, কর্মী ও দর্শকদের ‘স্বাস্থ্য ও সুরক্ষার’ বিষয়টি বিবেচনা করে পুয়ের্তো রিকোর স্বাস্থ্য বিভাগের সঙ্গে আলোচনা করে আয়োজকরা এ সিদ্ধান্ত নিয়েছে। এমন তথ্য প্রকাশ করেছে সিএনএন।
আয়োজকরা এক বিবৃতিতে জানিয়েছেন যে, আগামী ৯০ দিনের মধ্যে গ্র্যান্ড ফিনালের আয়োজন করা হবে। প্রতিযোগীদের নিজ দেশে ফিরে কোয়ারেন্টিনে থাকতে হবে; স্বাস্থ্য বিভাগের ছাড়পত্র নিয়ে এতে অংশ নিতে পারবেন।
এবারের আসরে বাংলাদেশের হয়ে কেউ প্রতিনিধিত্ব করেনি। মাঝে ভার্চুয়ালি ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ এর আসর বসার কথা থাকলেও তা আর হয়নি।
বৈশ্বিক এ আসরের বাংলাদেশি ফ্রাঞ্চাইজি অমিকন এন্টারটেইনমেন্টের চেয়ারম্যান মেহেদী হাসান সংবাদমাধ্যমে বলেন, দেশে করোনাভাইরাস পরিস্থিতি ও পুয়ের্তো রিকোর ভিসা সংক্রান্ত জটিলতার কারণে বাংলাদেশে এ বছরের আয়োজন করা হয়নি। তিনি আরিও বলেন যে, ২০২২ সালের আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান তিনি
২০১৭ সালে প্রথমবার ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ হিসেবে জান্নাতুল ফেরদৌস এভ্রিলের নাম ঘোষণার পর বিয়ের তথ্য গোপনের দায়ে তাকে বাদ দিয়ে জেসিয়া ইসলামকে চীনের সানাইয়া শহরে আয়োজিত ‘মিস ওয়ার্ল্ড’র ৬৭তম আসরে পাঠানো হয়।
পরের বছর বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন জান্নাতুল ফেরদৌস ঐশী। ২০১৯ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ নির্বাচিত হন রাফা নানজিবা তোরসা।