নিজস্ব প্রতিবেদক | আপডেট: January 13, 2022
করোনা প্রতিরোধে সরকারের দেয়া বিধি নিষেধ বাস্তবায়ণে কার্যক্রম শুরু করেছে বরিশাল জেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় পথসভা এবং পথচারীদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণের মধ্যে দিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।
মাস্ক বিতরণ পূর্বক নগরীর সদর রোড অশ্বিনী কুমার টাউন হলের সামনে অনুষ্ঠিত পথসভায় জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার বলেন, ‘আমরা শুরুতেই কারো প্রতি আইন প্রয়োগ করতে চাই না। বরিশাল নগরীসহ প্রত্যেকটি উপজেলার সাধারণ মানুষকে করোনা ও অমিক্রন থেকে রক্ষার জন্য সর্বস্তরে সচেতনতামূলক প্রচার-প্রচারনার পাশাপাশি মাস্ক বিতরণ করা হবে।
গণমাধ্যম কর্মীদের সহযোগিতা চেয়ে জেলা প্রশাসক বলেন, ‘আজ থেকে আমরা মাস্ক বিতরণ ও প্রচার-প্রচারনা কার্যক্রম শুরু করেছি। মানুষ সচেতন না হলে শিঘ্রই প্রশাসনের পক্ষ থেকে সকলস্থানে কঠোরভাবে আইন প্রয়োগ করা হবে। আমাদের কার্যক্রমে জিরো টলারেন্স থাকবে।
তিনি বলেন, ‘আমাদের কাছে সরকারের পক্ষ থেকে যে নির্দেশনা রয়েছে তা আমরা প্রথমে ব্যবহার করছি না। আমরা যানি নগরীর মানুষ সচেতন। তারা নিজেকে নিজেই রক্ষা করবেন। সেই সাথে অপরকে সু-রক্ষায় সহযোগিতা করবেন। জেলা প্রশসক হিসেবে নয়, একজন শুভাকাঙ্খি হয়ে আপনাদের সকলের কাছে মাস্ক ব্যবহারের মাধ্যমে সচেতন থাকার আহ্বান জানাচ্ছি।
বিগত সময়ে করোনা মহামারির কথা স্মরন করিয়ে জেলা প্রশাসক বলেন, ‘আপনারা সকলেই জানেন মেডিকেলে রোগী রাখার জায়গা দিতে চিকিৎসক ও প্রশাসনের বেগ পেতে হয়েছে। এবার আমরা আগে থেকেই নিজেরা সচেতন হবো। আমরা আর সেই স্থানে যেতে চাই না।
জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার বলেন, ‘ইতোমধ্যে আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনামা জারি করেছি। যারা মাস্ক ব্যবহার করবে না তাদের কোন ধরনের সেবা দেয়া হবে না। যারা ব্যবসায়ী আছেন তাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারাও মাস্ক ছাড়া সেবা প্রদান থেকে বিরত থাকুন।
পথসভায় অন্যান্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) গৌতম বাড়ৈ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাকিবুর রহমান খান, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) নাজমুল হুদাসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পথসভা শেষে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার করোনা থেকে সুরক্ষায় পথচারী এবং শ্রমিজীবী মানুষের মুখে মাস্ক পরিয়ে দিয়ে সরকারি বিধি নিষেধ এবং করোনা প্রতিরোধ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এর পর পরই সদর রোড, নগরীর রূপাতলী বাসস্ট্যান্ড এবং নথুল্লাবাদ কেন্দ্রীয় বাসস্ট্যান্ডসহ নগরীর বিভিন্ন জনবহুল এলাকায় বিনামূল্যে প্রায় আট হাজার মাস্ক বিতরণ করেন জেলা প্রশাসনের কর্মকর্তারা।