ই-পেপার

মাদরাসার দুই ছাত্রকে ধরে নিয়ে গেল বিএসএফ

বিএসএল নিউজ ডেস্ক | আপডেট: January 16, 2022

দিনাজপুরের হিলি সীমান্ত থেকে মাদরাসার দুই ছাত্রকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। রোববার (১৬ জানুয়ারি) বেলা পৌনে ২টার দিকে হাকিমপুর উপজেলার হিলি সীমান্তের জিরো পয়েন্ট থেকে ওই দুই শিক্ষার্থীকে ধরে নিয়ে যায় বিএসএফ।

বিজিবি সূত্রে জানা যায়, রিফাত (১৪), রুহুল আমিন (১৪) নামে ওই দুই ছাত্র হাকিমপুর উপজেলায় গিয়েছিল করোনার টিকা দেওয়ার জন্য। টিকা দেওয়া শেষে সীমান্ত এলাকায় বেড়াতে যায় তারা। এরইমধ্যে বিএসএফ সদস্যরা তাদেরকে ডাক দেয় এবং সীমান্তের জিরো পয়েন্ট থেকে ধরে নিয়ে যায়।

তারা দুজনেই হিলির হাকিমপুর উপজেলার আলীহাট মাদ্রাসার ছাত্র।

বিজিবি হিলি সিপি ক্যাম্পের কমান্ডার সুবেদার আলম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হিলি সীমান্তের ২৮৫/১০ এস পিলারের কাছ থেকে মাদরাসার ওই দুই ছাত্রকে ধরে নিয়ে গেছে বিএসএফ সদস্যরা।

তিনি বলেন, বিষয়টি নিয়ে ইতোমধ্যে বিএসএফের সঙ্গে বিজিবির পতাকা বৈঠক চলছে।

  • ফেইসবুক শেয়ার করুন