নিজস্ব প্রতিবেদক | আপডেট: November 15, 2021
বরিশালে মাটি খুঁড়তে গিয়ে অকেজো একটি রিভলবার পাওয়া গেছে। রোববার দুপুরে সদর উপজেলার কাশিপুরের মগড়পারা গ্রামের খানবাড়ির পাশের ধানক্ষেত থেকে রিভলবারটি উদ্ধার করে পুলিশ।
জানা গেছে, সেন্টু হাওলাদার ও তার ছেলে সাইফুল ইসলাম খানবাড়ির পাশে ধানক্ষেতে চাষাবাদ করার জন্য মাটি খুঁড়তে থাকেন। এ সময় সেখানে থাকা আকাশমনি গাছের শিকড়ের পাশ থেকে পলিথিনে পেঁচানো অবস্থায় একটি রিভলবার দেখতে পান। পরে এয়ারপোর্ট থানা পুলিশকে খবর দিলে তারা এসে রিভলবারটি উদ্ধার করে।
এয়ারপোর্ট থানার ওসি কমলেশ চন্দ্র হালদার বলেন, পরিত্যক্ত অবস্থায় পুরনো, মরিচা ধরা, অকেজো একটি রিভলবার উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।