ই-পেপার

মাছ ও শামুক সংরক্ষণ উন্নয়নে সভা এবং উপকরণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক | আপডেট: January 12, 2022

দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় জেলা পর্যায়ে উদ্বুদ্ধকরণ সভা এবং উপকরণ বিতরণ করা হয়েছে। ১২ জানুয়ারি বুধবার সকাল সাড়ে ১১টায় বরিশাল জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে কাশিপুর ফিসারী রোড মৎস্য বীজ উৎপাদন খামার ও প্রশিক্ষণ কেন্দ্রে এই সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- বরিশাল বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান। জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তরের পরিচালক (রিজার্ভ) শামীম আরা বেগম, মৎস্য অধিদপ্তর বরিশাল বিভাগের উপ-পরিচালক আনিছুর রহমান তালুকদার, অধিদপ্তরের দেশীয় মাছ এবং শামুক সংরক্ষণ প্রকল্পের প্রকল্প পরিচালক এসএম আশিকুর রহমান, বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান ও উপ-প্রকল্প পরিচালক মো. মাহবুবুর রহমান।

এছাড়াও মৎস্য অধিদপ্তরের বরিশাল জেলা পর্যায়ের কর্মকর্তা, ইলিশ মৎস্যের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন পর্যায়ের জেলেরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে অর্থ বছরের ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জেলেদের বিকল্প কর্মস্থানের লক্ষ্যে উপকরণ হিসেবে গরুর বাছুর বিতরণ করেন প্রধান অতিথি বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান।

পরে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় জেলা পর্যায়ে উদ্বুদ্ধকরণ সভার গুরুত্ব তুলে ধরে আলোচনা করেন প্রধান এবং বিশেষ অতিথিবৃন্দ। পরে সকলের অংশগ্রহণে উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

  • ফেইসবুক শেয়ার করুন