নিজস্ব প্রতিবেদক | আপডেট: November 16, 2021
পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রেম ও পূর্ব শত্রুতার জের ছাত্রলীগ নেতা রাহাত হোসেন (২০) হত্যার ঘটনায় কিশোর গ্যাংয়ের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে তিনজন এজাহারভুক্ত ও দুজনকে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করা হয়েছে।
এর আগে গত রোববার হত্যাকাণ্ডের ঘটনায় মঠবাড়িয়া থানায় ১২ জনকে নামধারী এবং ১০-১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন নিহতের বাবা শাহ আলম হাওলাদার।
নিহত রাহাত হোসেন উপজেলার দক্ষিণ গুলিসাখালী গ্রামের শাহ আলম হাওলাদার ছেলে ও গুলিসাখালী ইউনিয়নের ২নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি এবং ডৌয়াতলা ওয়াজেদিয়া কলেজের একাদ্বশ শ্রেণীর শেষ বর্ষের ছাত্র।
এছাড়া গ্রেফতারকৃতরা হলেন- এজাহারভুক্ত আসামি উপজেলার দক্ষিণ গুলিসাখালী গ্রামের মহারাজ মালের ছেলে শাওন মাল (১৭), আলী ফরাজীর ছেলে আসাদুল ফরাজী (১১), দুর্গাপুর গ্রামের রুহুল আমিন মোল্লার ছেলে নাদিম মোল্লা (১৭) এবং সন্দেহভাজন হিসেবে চুন্নু মিয়া ও সেন্টুকে গ্রেপ্তার করা হয়। সোমবার তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত শনিবার রাতে উপজেলার টিয়ারখালী আ. মজিদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফুটবল দেখে বন্ধুদের সাথে গুলিসাখালী ফিরছিলেন শুভ। পথিমধ্যে বোবা বাড়ি নামক স্থানে পরকীয় প্রেম সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে শুভ’র উপর হামলা চালায় কিশোর গ্যাংয়ের সদস্যরা।
এসময় শুভকে বাঁচাতে তার বন্ধুরা এগিয়ে এলে তাদেরকেও এলোপাথারী কুপিয়ে আহত করে। তাদের ধারালো অস্ত্রের কোপে রাহাত, সানাউল, আরিফ ও আঃ লতিফ জখম হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাহাত হাওলাদারকে মৃত ঘোষণা করেন।
মঠবাড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল হক জানান, এজাহারভুক্ত তিন আসামি ও সন্দেহভাজন দুই জনকে গ্রেপ্তার করে সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।