ই-পেপার

ভাণ্ডারিয়ায় সাড়ে চার কেজি গাঁজাসহ কারবারি গ্রেফতার

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিবেদক | আপডেট: January 15, 2022

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় সাড়ে চার কেজি গাঁজা উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় রিপন সরদার (৩২) নামের এক মাদক কারবারিকে আটক করেছে তারা। রিপন ভাণ্ডারিয়া পৌর শহরের ৪নম্বর ওয়ার্ডের জেলে বাদশা সরদারের ছেলে। সে দীর্ঘদিন ধরে ভাণ্ডারিয়া সহ বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলো।

স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মধ্য ভাণ্ডারিয়া সরদার বাড়ির পিছনের রাস্তায় কতিপয় ব্যক্তি মাদক দ্রব্য ক্রয় বিক্রয় করার গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনা স্থলে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি রিপন সরদার (৩২) ও রানা সরদার (২২) পালিয়ে যায়।

এ সময় তাদের সাথে থাকা বস্তাবন্দি গাঁজা একই ওয়ার্ডের জনৈক সালাম সরদারের মুরগির খোপের আড়ালে রেখে যায়। যা পরে থানা পুলিশ উদ্ধার করে। পরে তথ্যপ্রযুক্তির মাধ্যমে অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত রিপন সরদারকে শুক্রবার দুপুরে উপজেলার নদমুলা এলাকা থেকে আটক করে পুলিশ। অপর মাদক কারবারি রানা সরদার পালাতক রয়েছে।

ভাণ্ডারিয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি-তদন্ত) মো. মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সিদ্দিক বাদী হয়ে দুইজনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। মামলার ১নম্বর আসামি রিপন সরদারকে গ্রেফতার করা হয়েছে এবং অপর আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

  • ফেইসবুক শেয়ার করুন