ই-পেপার

ভাণ্ডারিয়ায় ভূমি ও গৃহহীন পরিবার বাস্তবায়ন পর্যালোচনা সভা

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিবেদক | আপডেট: May 28, 2022

‘৭৫ এর ১৫ই আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ শাহাদাৎ বরণকারী সকল শহীদদের স্মরণ করে ভাণ্ডারিয়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়ামে ভূমি ও গৃহহীন পরিবার বাস্তবায়ন পর্যালোচনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার ভূমি রুমানা আফরোজের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মো. হুমায়উন কবির, বাস্তবায়ন কমিটির উপদেষ্টা জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপির পক্ষে মনোনিত সদস্য জাতীয় পার্টির উপজেলা যুগ্ম আহবায়ক ও সিনিয়র পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মশিউর রহমান মৃধা, জেপির উপজেলা সদস্য সচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, নদমুলা শিয়ালকাঠী ইউপি চেয়ারম্যান মো. মেজবা উদ্দিন আরিফ জোমাদ্দার, উপজেলা যুবলীগের সভাপতি তালুকদার এনামুল কবির টিপু, সাংবাদিক শঙ্কর জীৎ সমদ্দার প্রমুখ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান বলেন, ১৯৭২ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সকল ছিন্নমূল মানুষকে স্থায়ী বসবাসের জন্য গৃহ প্রদানের স্বপ্ন দেখেছিলেন। ১৯৯৭ সালে বর্তমান প্রধান মন্ত্রী শেখ হাসিনা তা বাস্তবায়নের চেষ্টা শুরু করেন।

মুজিবশতবর্ষ উপলক্ষে বাস্তবায়নের দ্রুত সে প্রক্রিয়া শুরু হয়। এই কাজ বাস্তবায়ন কমিটির উপদেষ্টা স্থানীয় সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জুর সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেয়ায় তার প্রতি আন্তরিক অভিনন্দনও জানান প্রধান অতিথি।

তিনি আরো বলেন, ২০২২সালে এ উপজেলাকে ভূমি ও গৃহহীন মুক্ত উপজেলা ঘোষণার লক্ষ্যে গত ৫মে একই সভাকক্ষে প্রধান মন্ত্রীর একান্ত সচিব তোফাজ্জেল হোসেন (রিপন) স্যারের সাথে স্থানীয় প্রশাসন, বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিদের সাথে এক সভা করা হয়। দেশের অন্য যে কোন উপজেলার চেয়ে এ উপজেলা একটি মডেল উপজেলা হওয়ায় এটি ভূমি ও গৃহহীন মুক্ত উপজেলা ঘোষোণার ক্ষেত্রে প্রকৃতদের তালিকা যাচাই বাছাইয়ে প্রশাসনকে সহযোগিতা করতে জনপ্রতিনিধি, রাজনৈকিত দলের নের্তৃবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকদেরও আন্তরিক ভাবে সহযোগিতার আহবান জানান তিনি।

এর আগে পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান বৈরী আবহাওয়ার মধ্যেও উপজেলার হেতালিয়া ও হাসপাতাল সলংগ্ন জাতির শ্রেষ্ঠ্য সন্তান খ্যাত বীর মুক্তিযোদ্ধাদের জন্য চলমান নির্মানাধীন বীর নিবাস ঘরের নির্মাণ কাজ পরিদর্শন করেন।

  • ফেইসবুক শেয়ার করুন