শফিক আজাদ, ভাণ্ডারিয়া | আপডেট: January 15, 2022
পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার ৩নম্বর তেলিখালী ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জের হিসেবে বড় ভাইয়ের ছেলের হাতে চাচা আমির মাঝি (৭১) নামের এক দিন মজুর খুনের অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় ও তেলিখালী পুলিশ তদন্তকেন্দ্র সূত্রে জানাগেছে, আমির হোসেন মাঝির (৭১) সাথে আপন ভাইয়ের ছেলেদের সাথে জমি জমা নিয়ে দীর্ঘ দিন যাবৎ দ্বন্দ চলে আসছে। গত কাল শুক্রবার সকালে বিরোধীয় জমিতে চাচা আমির মাঝি খরের গাদি করতে মাটি কাটতে গেলে ভাতিজারা তাতে বাধা দেয়।
এ সময় চাচা মাটি কাটতে অনড় থাকলে ভাতিজা দুলাল মাঝি চাচাকে মারধর করে। তাতে চাচা আমির মাঝি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে মঠবাড়িয়ার তুষখালী বাজারে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
তেলিখালী পুলিশ তদন্ত কেন্দ্রের ইন চার্জ উপ-পরিদর্শক (এস.আই) মো. নুরুল আমিন জানান, মৃতের লাশ উদ্ধার করে সন্ধ্যায় ভাণ্ডারিয়া থানায় নিয়ে যাওয়া হয়েছে। দুলাল মাঝির দাবি চাচা আমীর মাঝি আগে থেকেই বেশ কয়েকবার স্টক করা রোগী ছিল। মৃতের ছেলের দাবি সে সুস্থ্য ছিল।
গতকাল রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত ঐ তদন্ত কেন্দ্রের দ্বায়িত্বে থাকা অপর আর এক উপ-পরিদর্শক (এস.আই) মো.কাসেম জানান, মৃতের লাশ বর্তমানে ভাণ্ডারিয়া থানায় রয়েছে। ময়না তদন্তের জন্য পিরোজপুর জেলা মর্গে পাঠানো হবে। এ ঘটনায় মৃতের ছেলে মো. হাসান মাঝি বাদি হয়ে হত্যা মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।
এ ব্যাপারে ভাণ্ডারিয়া থানার পরিদর্শন (ওসি তদন্ত) মো. মেহেদী হাসান জানান, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। তদন্তপূর্বক আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।