ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিবেদক | আপডেট: December 3, 2021
পিরোজপুরের ভাণ্ডারিয়া থানা পুলিশ শুক্রবার (৩ডিসেম্বর) বিকালে উপজেলার ২নম্বর নদমূলা শিয়ালকাঠী ইউনিয়নের নদমূলা গ্রামের একটি বের (খাল) থেকে শান্ত হাওলাদার (১৪) নামের এক স্কুলছাত্র নিখোঁজের ১দিন পর তার লাশ উদ্ধার করেছে।
সে নদমূলা গ্রামের মো.লোকমান হাওলাদার এর ছেলে এবং নদমূলা মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র। এ ঘটনায় ভাণ্ডরিয়া থানা পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে আটক করেছে।
ওই স্কুল ছাত্রের বাবা লোকমান হাওলাদার জানান, শান্ত বৃহস্পতিবার বিকেলে বাড়ী থেকে বের হয়ে আর ফিরে আসেনি। নিখোঁজের একদিন পরে শুক্রবার বিকেলে স্থানীয়রা নদমূলা গ্রামে জাকারিয়া হাওলাদার এর বাড়ী লাগোয়া একটি ডোবা (বের) থেকে ছেলেটির মরদেহ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
ভাণ্ডারিয়া থানার ওসি মো. মাসুমুর রহমান বিশ্বাস জানান, পুলিশ শান্ত হাওলাদার নামের এক কিশোরের লাশ উদ্ধার করেছে। ময়না তদন্তের জন্য লাশ মৃতের লাশ জেলা মর্গে পাঠানো হবে।
এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়ীয়া সার্কেল) মো. ইব্রাহীম ঘটনাস্থল পরিদর্শন করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা হয়নি বলেও জানান ওসি।