ই-পেপার

ভাণ্ডারিয়ায় দুস্থ কল্যাণ সংস্থার উদ্যোগে কম্বল বিতরণ

শফিক আজাদ, ভাণ্ডারিয়া | আপডেট: November 24, 2021

জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়োর হোসেন মঞ্জু এমপি এর প্রতিষ্ঠিত বেসরকারি সামাজিক সংস্থা দুস্থ কল্যাণ সংস্থার উদ্যোগে প্রতিবছরের ন্যায় এবছরও অসহায় দুঃস্থ শীতার্ত মাণুষের মাঝে বিনামূল্যে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।

সকালে দুপুরে উপজেলার ২নম্বর নদমূলা শিয়ালকাঠী সাইক্লোন সেল্টারে উপজেলার ৩ নম্বর তেলিখালী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এবং সন্ধ্যায় ৪ নম্বর ইকড়ি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে আবাসন প্রকল্প, গুচ্ছ গ্রামের অসহায় দুঃস্থ শীতার্ত মাণুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।

পৃথকভাবে এসকল স্থানে বিতরণ কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আনোয়োর হোসেন মঞ্জু-এমপি এর পক্ষ্যে তাঁর ব্যক্তিগত কর্মকর্তা মেজবা উদ্দিন, জেপির উপজেলা যুগ্ম আহবায়ক ও নদমুলা ইউপি চেয়ারম্যান মো. মেজবা উদ্দিন আরিফ জোমাদ্দার, উপজেলা যুগ্ম আহবায়ক ও পিরোজপুর জেলা পরিষদ সদস্য আব্দুল হাই হাওলাদার, তেলিখালী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. বাহা উদ্দিন বাদল তালুকদার।

আরও উপস্থিত ছিলে- উপজেলা যুগ্ম আহবায়ক মো. শাহজাহান তালুকদার, শাহ আলম হাওলাদার, ইকড়ি ইউনিয়ন জেপির সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মো. মজিবুর রহমান, নদমুলা ইউনিয়ন যুবসংহতির সভাপতি মো, নজরুল ইসলাম, ইকড়ি ইউনিয়ন যুবসংহতির সভাপতি মো. হাসান জোমাদ্দার, ইউপি সচিব মো. জিয়াউল হাসানসহ প্রবীণ গণ্যমান্য ব্যাক্তিবর্গ এবং বিভিন্ন রাজনৈকিত, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসকল স্থানে শীতবস্র বিতরণ কাজে সহায়তা করেন সংস্থার পক্ষ্যে আতিকুজ্জামান খোকন, কাজী আতাহার হোসেন এবং মো. কবির হোসেন প্রমুখ।

  • ফেইসবুক শেয়ার করুন