ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিবেদক | আপডেট: November 29, 2021
পিরোজপুরের ভাণ্ডারিয়া বাজারে অভিযান চালিয়ে নকল কসমেটিক্স ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে চার ব্যবসায়ীক প্রতিষ্ঠানকে ১৫হাজার ৫শত টাকা জরিমাণা করা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার সংস্থাটির বরিশাল বিভাগের সহকারী পরিচালক সুমী রানী মিত্র ও পিরোজপুর এবং বরিশাল জেলার সহকারী পরিচালক মো. শাহ্ শোয়াইব মিয়ার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে ওয়ালিদ কসমেটিক্সকে দুই হাজার পাঁচশত, রায়হান কসমেটিক্সকে চার হাজার, ভাই-ভাই ফার্মেসিকে সাত হাজার এবং আর্নব ফার্মেসিকে দুই হজার টাকা জরিমাণা করা হয়েছে।
এ সময় আর্মড পুলিশ সদস্যরা ‘ভোক্তা স্বার্থ সুরক্ষায় নিয়মতান্ত্রিক ও নৈতিকতার সাথে ব্যবসা পরিচালনা করার ক্ষেত্রে ভোক্তা অধিকার বিরোধী কার্য ও অপরাধ সম্বলিত প্রচারপত্র লিফলেট বিতরণ করেন।