ই-পেপার

ভাণ্ডারিয়ায় অপহৃত কিশোরী উদ্ধার, অপহরণকারী গ্রেফতার

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিবেদক | আপডেট: May 30, 2022

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় অপহৃত কিশোরী (১৫) কে উদ্ধার করেছে পুলিশ। অহরণকারী সাইফুল ইসলাম (২২) কে গ্রেফতার করা হয়েছে।

থানা পুলিশ সূত্রে জানাগেছে, ঢাকা ভাটারা থানা এলাকা থেকে রবিবার (২৯মে) সন্ধ্যা ৭ টার দিকে তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে মামলার তদন্তকারী কর্মকর্তা ভাণ্ডারিয়া থানার উপ-পরিদর্শক(এস আই) জিয়াউর রহমান অপহরণকারীকে গ্রেফতার ও ভিকটিম কিশোরীকে উদ্ধার করেছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন ভাণ্ডারিয়া থানার ওসি মো. মাসুমুর রহমান বিশ্বাস ।

অপহরণকারী মো. সাইফুল ইসলাম উপজেলার ৪নম্বর ইকড়ি ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের ইয়াকুব হাওলাদারের ছেলে। এবং একই ওয়ার্ডের কিশোরীকে সোমবার (৩০মে) ডাক্তারি পরীক্ষার জন্য পিরোজপুর সদর হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক জিয়াউর রহমান জানান, সাইফুল ইসলাম ওই কিশোরীকে গত ২১ মে গভীর রাতে ৫ সহযোগী সহ নাকে চেতনা নাশক স্প্রে করে তুলে নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর পিতা বাদী হয়ে ২৩ মে রাতে ৬ জনকে অভিযুক্ত করে ভান্ডারিয়া থানায় একটি মামল দায়ের করেন।

ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুমুর রহমান বিশ্বাস জানান, তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে ঢাকা ভাটারা থানা এলাকা থেকে অপহরণকারীকে গ্রেফতার ও ভিকটিম কিশোরীকে উদ্ধার করা হয়। কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। অপহরণকারীকে পিরোজপুর কোর্টে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

প্রসঙ্গত; এ বিষয়ে কিশোরীর বাবা বাদি হয়ে ভাণ্ডারিয়া থানায় সাইফুলকে প্রধান করে ৪/৫নামিয় এবং অজ্ঞাত আরো সহযোগিতের আসামি করে একটি মামলা দায়ের করে।

  • ফেইসবুক শেয়ার করুন