বিএসএল নিউজ ডেস্ক | আপডেট: January 8, 2022
জেলা প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারিকে কেন্দ্র করে কার্যত একপ্রকার অচল হয়ে আছে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকা। এ অবস্থায় পৌর এলাকার বাইরে সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের বটতলী বাজারে সমাবেশের প্রস্তুতি নিচ্ছে জেলা বিএনপি।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বেলা ১২টা থেকে বটতলীতে আসতে শুরু করে বিএনপি নেতাকর্মীরা। এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রায় দুই হাজার নেতাকর্মী সেখানে জড়ো হয়েছেন। এলাকাটি স্লোগানে স্লোগানে মুখরিত করে রেখেছেন নেতা-কর্মীরা। তবে ওই সময় পর্যন্ত সেখানে পুলিশ দেখা যায়নি।
এদিকে বিএনপি নেত্রী রুমিন ফারহানা এমপিসহ কেন্দ্রীয় নেতারা আশুগঞ্জের একটি হোটেলে অবস্থান করছেন বলে তাদের জানানো হয়। তারা সেখান থেকে বেরিয়ে সমাবেশে আসতে পারবেন কিনা সেটি নিশ্চিত হওয়া যায়নি। হোটেলের সামনে পুলিশ অবস্থান করছে।
এদিকে ১৪৪ ধারা ভঙ্গ করে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তী নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া শহরের পশ্চিম পাইকপাড়া বোডিং মাঠ এলাকা থেকে একটি ঝটিকা মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার ছত্রভঙ্গ হয়ে যায়। পরে মিছিলকারীরা সেখান থেকে বিএনপির বিকল্প সমাবেশ স্থল বটতলী বাজার এলাকায় গিয়ে সমাবেশস্থলে অংশগ্রহণ করেন।
এদিকে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ফুলবাড়িয়া কনভেনশন সেন্টারের সামনে একই সময়ে জেলা বিএনপি ও জেলা ছাত্রলীগ সমাবেশ ডাকায় শনিবার সকাল ৬টা থেকে ১৪৪ ধারা জারি করে রেখেছে প্রশাসন। এ আদেশকে কেন্দ্র করে পৌর এলাকার ৪০ পয়েন্টে ৫০০ পুলিশ মোতায়েন রয়েছে। তবে বেলা আড়াইটা পর্যন্ত বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ বটতলী বাজারস্থ সমাবেশস্থলে এসে উপস্থিত হননি।