নিজস্ব প্রতিবেদক | আপডেট: November 28, 2021
বিএনপি’র চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নি.শর্ত মুক্তি এবং বিদেশে সু-চিকিৎসার দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার সকাল ১১টায় সদর রোডে বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়।
তবে কেন্দ্র ঘোষিত এ কর্মসূচিতে দেখা মেলেনি জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচএম আমিনুল ইসলাম লিপন ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জনিসহ তাদের নেতা-কর্মীদের। অভিযোগ উঠেছে গ্রুপিংয়ের কারণে তারা কেন্দ্রীয় কর্মসূচিতে অংশগ্রহণ করেননি। যদিও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জনি বরিশালে উপস্থিত ছিলেন না বলে দলের একাধিক নেতৃবৃন্দ জানিয়েছেন।
এদিকে, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহাবুবুর রহমান পিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপি’র আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক ও সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ।
এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মশিউর রহমান মঞ্জু, জেলার সাংগঠনিক সম্পাদক জাবের আবদুল্লাহ সাদী, মহানগরের সহ-সভাপতি মতিউর রহমান মিঠু, জেলার সহ-সভাপতি নাসির গাজী, অ্যাডভোকেট আব্দুল মালেক, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাপ্পি, মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক আরমান সিকদার নুন্না, মিল্টন খান, মাজেদ সিকদার সুজন, জেলার সহ-সম্পাদক নিয়াজুল হক নাদিম প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ‘বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। সে দেশের জনগণের কথা বলেছে বলেই আজ তাকে মিথ্যা মামলায় সাজা দিয়ে আটকে রেখেছে। বর্তমান নিশিরাতের সরকার ভোট চুরে করে ক্ষমতায় টিকে থাকতেই বেগম জিয়াকে বিদেশে নিয়ে সু-চিকিৎসায় বাধা হয়ে দাঁড়িয়েছে। আমরা অবিলম্বে বেগম খালেদা জিয়ার নি.শর্ত মুক্তিসহ তাকে বিদেশে সু-চিকিৎসার দাবি যানাই।
এর আগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশাল জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশে যোগদিতে বরিশাল জেলা ও মহানগরের বিপুল সংখ্যক নেতাকর্মী সমাবেশস্থলে জড়ো হয়। তারা সদর রোডের বিভিন্ন পয়েন্ট থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশে যোগদানের চেষ্টা করলে দায়িত্বরত কোতয়ালী মডেল থানা পুলিশ তাতে বাধা দেয়। এর ফলে মিছিলগুলো পন্ড হলেও পুলিশ বেষ্টুনীতে বিক্ষোভ সমাবেশ করেছে স্বেচ্ছাসেবক দল।