ই-পেপার

বিসিসি মেয়রকে মন্ত্রীপন্থি ৭ কাউন্সিলরের ‍আইনি নোটিশ

নিজস্ব প্রতিবেদক | আপডেট: January 2, 2022

বরিশাল সিটি কর্পোরেশনের দায়িত্বশীল পদে থেকে বে-আইনি কর্মকাণ্ড, দুর্নীতি ও খামখেয়ালীর অভিযোগ ‍এনে সিটি মেয়র, প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিবকে আইনি নোটিশ করেছেন বর্তমান পরিষদের সাত কাউন্সিলর। রোববার (০২ জানুয়ারি) সাত কাউন্সিলরের নিযুক্ত আইনজীবী আজাদ রহমান ‍এ নোটিশ প্রদান করেন।

ডাকযোগে এই নোটিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর শরীফ মো. আনিছুর রহমান। তবে নোটিশ প্রদানের বিষয়টি জানেন না বলে দাবি করেছেন নোটিশে নাম ‍উল্লেখ থাকা কয়েকজন কাউন্সিলর। অবশ্য যারা বিষয়টি সম্পর্কে অবগত নন বলে দাবি করেছেন তারা সবাই নোটিশে স্বাক্ষর করেছেন বলে জানিয়েছেন কাউন্সিলর শরিফ মো. ‍আনিছুর রহমান।

তিনি বলেন, বর্তমান মেয়রের অত্যাচারে নগরবাসী অতিষ্ঠ। ‍এ কারণেই ওই কাউন্সিলররা হয়তো ভয়ে কিছু বলছেন না বলে মন্তব্য করেন তিনি বলেন, ‘আমরা মেয়রের ‍এই অত্যাচারের প্রতিকার চাই বলেই নোটিশ করেছি ‍এবং ‍আগামী ১৫ কার্য দিবসের মধ্যে মেয়রের কাছে লিখিত জবাব চাওয়া হয়েছে নোটিশে।

তবে ‍আইনি নোটিশ সম্পর্কে অবগত নন বলে দাবি করেছেন নোটিশে ২ নম্বর অভিযুক্ত সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক ‍আহমেদ। তিনি বলেন, ‘গণমাধ্যমকর্মীদের কাছ থেকে বিষয়টি জানতে পেরেছি। নোটিশ পেলে বলতে পারবো আসলে কি বিষয়ে নোটিশ করা হয়েছে। নোটিশ পেয়ে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

নোটিশ দাতারা হলেন- বিসিসি’র ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আমির হোসেন বিশ্বাস, ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল ইসলাম বাদশা, ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান, ২৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক বাহার, ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শরীফ মোঃ আনিছুর রহমান, ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিল হুমায়ুন কবির ও ২৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফরিদ আহমেদ। এরা সবাই বরিশাল সদর ‍আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীম অনুসারী হিসেবে পরিচিত।

আইনি নোটিশে উল্লেখ করা হয়েছে, ‘সিটি কর্পোরেশনের প্রথম সভায় নির্বাচিত কাউন্সিলরদের নগর ভবনে যাওয়া নিষিদ্ধ করা হয়েছে। সকল কাউন্সিলরদের ২০২১ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত ৪৩ হাজার ৫০০ টাকা হারে সম্মানী ও অন্যান্য ভাতা প্রদান করা হয়। অক্টোবর-নভেম্বর মাসে সম্মানী ও অন্যান্য ভাতা ৫০ হাজার টাকায় উন্নীত করা হয়।

অন্যান্য কাউন্সিলরদের অক্টোবর ও নভেম্বর মাসে সম্মানী এবং অন্যান্য ভাতা ৫০ হাজার টাকা প্রদান করে সিটি কর্পোরেশন। আর ডিসেম্বর মাসেও একই হারে ভাতা প্রদান করা হয়েছে। কিন্তু নোটিশদাতা সাত কাউন্সিলরকে অক্টোবর, নভেম্বর মাসে ৪৩ হাজার ৫০০ টাকা করে বাতা দেওয়া হচ্ছে। একই পরিষদে কাউন্সিলরদের সাথে দ্বিমুখি আচরণ আইনগত গ্রহণযোগ্য নয় বলে উল্লেখ করা হয় নোটিশে।

এছাড়া স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া এবং কাউন্সিলরদের স্বাক্ষর ছাড়া জনস্বার্থ উপেক্ষা করে হোল্ডিং ট্যাক্স এক হাজার শতাংশ পর্যন্ত বাড়ানো হয়। একই সাথে বরিশাল সিটি কর্পোরেশনের স্থায়ী বিভিন্ন কর্মকর্তা এবং কর্মচারীদের বে-আইনিভাবে ওএসডি রেখে মাস্টার রোলে অদক্ষ কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ করে সিটি কর্পোরেশনের কাজ পরিচালনা করে আসছেন।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আইন, বিধি, সরকারি নিয়মকানুন, প্রজ্ঞাপন অনুসরন না করে বর্তমান মেয়র, প্রধান নির্বাহী কর্মকর্তা এবং সচিব খামখেয়ালীপনাভাবে নগরভবনের কার্যক্রম চালিয়ে আসছেন। যার ফলে কর্পোরেশনের কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে এবং জনঅসন্তোষ দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

এছাড়া কর্পোরেশনের আওতাধীন হাট-বাজার বিধি অনুসারে টেন্ডারের মাধ্যমে পরিচালনা না করে এক শ্রেণীর ব্যক্তিদের স্বার্থ রক্ষা করে নির্দিষ্ট ব্যক্তিবর্গকে দিয়ে পরিচালনা করছে। বে-আইনিভাবে নিযুক্ত করা ইজারাদারগণের অত্যাচারে জনসাধারণ ক্ষুব্ধ।’

নোটিশ দাতা আইনজীবী আজাদ রহমান বলেন, ‘নির্ধারিত সময়ের মধ্যে মনপুত জবাব না পেলে নোটিশদাতা কাউন্সিলরবৃন্দ আদালতের মাধ্যমে আইনের আশ্রয় নিতে পারবেন।’

তিনি ‍আরও বলেন, ‘নোটিশের অনুলিপি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ও সিনিয়র সচিব, বরিশাল বিভাগীয় কমিশনার, বিভাগীয় কমিশনারের কার্যালয়ের স্থানীয় সরকার পরিচালক, বরিশাল জেলা প্রশাসক, জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার উপ-পরিচালক, জনতা ব্যাংক লিমিটেড বরিশাল কর্পোরেট শাখার ব্যবস্থাপক ও জনতা ব্যাংক লিমিটেড বরিশাল বিভাগীয় কার্যালয়ের মহা-ব্যবস্থাপককে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, ২০১৮ সালে অনুষ্ঠিত বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ‍আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক ‍আবদুল্লাহ নির্বাচিত হয়ে সাধারণ ‍এবং সংরক্ষিত ৪০ জন নির্বাচিত কাউন্সিলর নিয়ে বর্তমান পরিষদ গঠন করেন। বর্তমান পরিষদের মেয়াদ চতুর্থ বছরে পদার্পন করেছে।

  • ফেইসবুক শেয়ার করুন