ই-পেপার

বিলুপ্ত শকুন ‍এসেছে বরগুনায়

বরগুনা প্রতিবেদক | আপডেট: January 15, 2022

বরগুনার সদর ইউনিয়নের পাজরাভাঙ্গা গ্রামে স্থানীয় গ্রামীবাসী শনিবার (১৫ জানুয়ারি) একটি বিরল প্রজাতির শকুন উদ্বার করে। কৃষক রিপন জানায়, সকালে মাঠে নাড়া কাটার সময় দেখতে পায় একটি বড় আকৃতি পাখি এসে খড়ের মধ্য পড়েছে। এই দৃশ্য একদল কিশোর দেখে তারা লাঠি নিয়ে পাখীটির দিকে ছুটে যায়।
রিপন জানায়, সে গিয়ে দেখতে পায় একটি ৫-৬ কেজি ওজনের শকুন জীম দিয়ে জড়ো হয়ে বসে আছে। কৃষকদের নিয়ে শকুনটি উদ্বার করে রৌদ্রে নিয়ে আসে। শকুনটির উপরের অংশ খয়েরী গলা সাদা। গ্রামবাসী বিষয়টি সাংবাদিকদের জানালে তারা বণ বিভাগকে অবহিত করেন। বরগুনা বণ রেইঞ্জার মতিয়ার রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে শকুনটি উদ্বার করে প্রাণী সম্পদ অফিসে নিয়ে আসেন।
রেইঞ্জার মতিয়ার রহমান বলেন, শকুন হচ্ছে প্রকৃতির বন্ধু, কিভাবে কোথা থেকে শকুনটি এসেছে তা বলা যাচ্ছেনা। এটি বাংলা শকুন বলে পরিচিত বলে জানান এই কর্মকর্তা। সুস্থ হলে কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী শকুনটি অবমুক্ত করা হবে বলেন তিনি।
বরগুনা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, শকুনটি খুবই অসুস্থ। মাথাসহ শরীরে আঘাত মনে হচ্ছে। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছি। যতক্ষন পর্যন্ত সুস্থ না হবে আমরা চিকিৎসা দিয়ে এটিকে সুস্থ করে তুলবো।
  • ফেইসবুক শেয়ার করুন