আলমগীর বাবুঃ | আপডেট: December 15, 2021
চাঁদপুর প্রতিনিধিঃবিজয়ের মাসে চাঁদপুর জেলায় ১০ জন ভিক্ষুক পুনর্বাসিত হল। ১৪ ডিসেম্বর”২১” জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত ১০ জন ভিক্ষুককে পুনর্বাসন ও তাদের বিকল্প কর্মসংস্থান নিশ্চিতের লক্ষ্যে উপকরণ সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিশ।
উল্লেখ্য,উপকারভোগীদের প্রত্যেকের সাথে জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট কমিটি আলোচনা করে উপকারভোগীদের নিজ নিজ চাহিদা ও দক্ষতা অনুসারে স্বাবলম্বী হয়ে গড়ে উঠার জন্য তাদেরকে মুদি দোকানের মালামাল ও বিভিন্ন সরঞ্জাম, স্টেশনারি/কসমেটিক্স, শাড়ি, থ্রী পিসের কাপড়, ওজন মাপার মেশিন, ভ্যানগাড়ি ও গাভী প্রদান করেন।উপকারভোগীগণ প্রত্যেকে অশ্রুসজল কৃতজ্ঞতার চোখে জেলা প্রশাসকের দিকে তাকিয়ে থাকেন,কেউ কেউ জেলা প্রশাসকের দুহাত চেপে ধরে কেঁদে ফেলেন।তারা সবাই অঙ্গীকার করেন আর কখনো ভিক্ষাবৃত্তি করবেননা।