ই-পেপার

বিএমপি’র ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক | আপডেট: January 20, 2022

বরিশাল মেট্রোপলিটন পুলিশ আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে বরিশাল পুলিশ লাইন্স মাঠে প্রতিযোগিতাপূর্ণ এই ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএমপি কমিশনার মো. শাহাবুদ্দিন খান। খেলোয়াড়দের পক্ষ থেকে বিএমপি কমিশনারকে ফুলেল শুভেচ্ছা জানানোর মধ্যে দিয়ে ফাইনাল ম্যাচের প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

পরে অনুষ্ঠিত ম্যাচ মাঠে থেকে উপভোগ করেন মেট্রোপলিটন পুলিশ কমিশনারসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং অফিসার-ফোর্সবৃন্দ। খেলা শেষে বিএমপি কমিশনার চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে শিরোপা তুলে দিয়ে উভয় দলকে শুভেচ্ছা জানান এবং খেলাধুলা ও শরীরচর্চার বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন।

এসময় বিএমপি কমিশনার বলেন, ‘খেলাধুলা ও শরীরচর্চার যে উদ্দেশ্য নিয়ে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে তা হলো শরীর গঠনের মধ্য দিয়ে মন-মানসিকতাকে সুস্থ ও সুন্দর রেখে ভাতৃত্ববোধ ও ঐক্য সংঘটিত করা। সহমর্মিতা, ধৈর্য ও কর্মস্পৃহা বৃদ্ধি করা। আর এই টুর্নামেন্ট আয়োজনের মধ্য দিয়ে আমাদের সেই লক্ষ্য অনেকাংশেই সফল হয়েছে।’

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম ও মোহাম্মদ এনামুল হক। এছাড়া বিভিন্ন বিভাগের দায়িত্বপ্রাপ্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ নজরুল হোসেন, মো. জুলফিকার আলী হায়দার, মো. মোকতার হোসেন, মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, এসএম তানভীর আরাফাত, খান মুহাম্মদ আবু নাসের, মো. মনজুর রহমানসহ অন্যান্য শীর্ষ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

  • ফেইসবুক শেয়ার করুন