নিজস্ব প্রতিবেদক | আপডেট: January 3, 2022
পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বরিশাল মেট্রোপলিটন পুলিশে (বিএমপি) যুক্ত হলো আরও দুটি টহল পিকআপ। সোমবার সকালে মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান- বিপিএম (বার) পিকআপ দুটি কোতয়ালী ও বন্দর থানায় হস্তান্তর করেছেন।
বরিশাল পুলিশ লাইন্স মাঠে বিএমপি কমিশনারের কাছ থেকে পিকআপ দুটি বুঝে নেন কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মো. আজিমুল করীম ও বন্দর থানার অফিসার ইনচার্জ মো. আসাদুজ্জামান।
নতুন দুটি হল পিকআপ হস্তান্তরকালে উপ-কমিশনার (সদর দপ্তর) মো. নজরুল হোসেন, উপ-কমিশনার (সাপ্লাই এন্ড লজিস্টিক) মো. জুলফিকার আলী হায়দার, উপ-কমিশনার (ক্রাইম, অপারেশন এন্ড প্রসিকিউশন) মো. মোকতার হোসেন, উপ-কমিশনার (উত্তর) মো. জাকির হোসেন মজুমদার, উপ-কমিশনার (দক্ষিণ) মো. আশরাফ আলী ভূঞা, উপ-কমিশনার (ট্রাফিক) এসএম তানভীর আরাফাত, উপ-কমিশনার (নগর বিশেষ শাখা) খান মুহাম্মদ আবু নাসের, উপ-কমিশনার (গোয়েন্দা শাখা) মো. মনজুর রহমান সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, বরিশাল মেট্রোপলিটন পুলিশের চার থানায় যানবাহন সংকট দীর্ঘ দিনের পুরানো। মো. শাহাবুদ্দিন খান বিএমপি কমিশনার হিসেবে যোগদানের পর তার আন্তরীক প্রচেষ্টায় সেই সংকট ঘুচতে থাকে। ইতোপূর্বে শাহাবুদ্দিন খানের প্রচেষ্টায় মহানগরীর চারটি থানায় পুলিশ সেবা নিশ্চিত করতে বেশ কিছু টহল পিকআপের ব্যবস্থা করে দেন তিনি।