ই-পেপার

বিএনপি বর্তমান সরকারের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করে যাচ্ছে- এমপি শাওন

নিজস্ব প্রতিবেদক | আপডেট: February 11, 2023

এনামুল হক রিংকু লালমোহন (ভোলা) প্রতিনিধি:

দেশব্যাপী বিএনপি-জামাতের নৈরাজ্য, উন্নয়নে প্রতিবন্ধকতা সৃষ্টি, ধ্বংসাত্বক কর্মকান্ড ও অপরাজনীতির বিরুদ্ধে আওয়ামীলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লালমোহন উপজেলা ও পৌরসভা সহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে শান্তি সমাবেশ অনুষ্টিত হয়েছে।

শনিবার সকাল ১১ টায় লালমোহন পৌরসভা শহরের চৌরাস্তায় সহ বিভিন্ন ইউনিয়নের বাজারে বিএনপি – জামাতের নৈরাজ্য, উন্নয়নে প্রতিবন্ধকতা সৃষ্টি, ধ্বংসাত্বক কর্মকান্ড ও অপরাজনীতির বিরুদ্ধে এই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় লালমোহন উপজেলা আওয়ামী লীগের সভাপতি, ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি বিভিন্ন ইউনিয়ন টেলিকনফারেন্সে অংশগ্রহণ করে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন বলেন,
বিএনপির জন্মই হয়েছে ষড়যন্ত্রের মাধ্যমে। তাই তারা ষড়যন্ত্র ছাড়া রাজনীতি বোঝে না। বিএনপি পদযাত্রার নামে সারা দেশে বিশৃঙ্খল সৃষ্টি করার চেষ্টায় লিপ্ত রয়েছে।বিএনপি বর্তমান সরকারের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করে যাচ্ছে। তাদের সকল ষড়যন্ত্র আমরা শান্তি সমাবেশের মাধ্যমে জবাব দিব । কোন রকম বিশৃঙ্খলার চেষ্টা করলে তার উপযুক্ত জবাব দেয়া হবে।
এসময় পৃথক পৃথক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহম্মেদ, লালমোহন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার, সহসভাপতি দিদারুল ইসলাম অরুণ, যুগ্ম সাধারণ সম্পাদক আনারুল ইসলাম রিপন ও পৌর সভা আওয়ামিলীগ সহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক। উক্ত শান্তি সমাবেশে পৌর সভা সহ লালমোহন ইউনিয়নের ৯টি ইউনিয়ন থেকে আগত অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
তবে বিএনপির ডাকা পদযাত্রায় লালমোহন পৌরসভা ও উপজেলায় কোন কর্মসূচি পালিত হয়নি।

  • ফেইসবুক শেয়ার করুন