নিজস্ব প্রতিবেদক | আপডেট: January 17, 2022
জেলা পরিষদসমূহের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও দায়িত্ব পালন করতে পারবে বর্তমান পরিষদ। পরবর্তী পরিষদ প্রথম সভায় মিলিত না হওয়া পর্যন্ত পূর্ববর্তী পরিষদ দায়িত্ব পালন করবে।
১৬ জানুয়ারি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন জেলা পরিষদ শাখার উপ-সচিব মোহাম্মদ তানভীর আজম ছিদ্দিকী।
তার স্বাক্ষরীত প্রজ্ঞাপনের কপি ১৭ ফেব্রুয়ারি সোমবার বরিশাল জেলা পরিষদে পৌঁছেছে বলে জানিয়েছেন প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান হাবিব।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ‘জেলা পরিষদ আইন, ২০০০ এর ধারা ৫ অনুযায়ী জেলা পরিষদসমূহের মেয়াদ পরিষদের প্রথম সভার তারিখ হতে পাঁচ বছর। তবে পরবর্তী পরিষদ প্রথম সভায় মিলিত না হওয়া পর্যন্ত পূর্ববর্তী পরিষদ দায়িত্ব পালন করতে পারবে।’
আরও বলা হয়েছে, ‘বর্তমান জেলা পরিষদসমূহের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত উক্ত আইনের ধারা ৫ অনুযায়ী পরিষদসমূহকে দায়িত্ব পালন অব্যাহত রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’