বিএসএল নিউজ ডেস্ক: | আপডেট: December 8, 2021
নাইজেরিয়ার সকোতো প্রদেশে বন্দুকধারীরা একটি বাসে আগুন ধরিয়ে দিয়ে ৩০ জনকে হত্যা করেছে। স্থানীয় সময় মঙ্গলবার (৮ ডিসেম্বর) এ ঘটনা ঘটে।
আফ্রিকার জনবহুল দেশটির পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
স্থানীয় পুলিশের মুখপাত্র সানুসি আবুবাকার বলেছেন, বাসটিতে আগুন ধরিয়ে দেওয়ার পর ঘটনাস্থল থেকে সাতজন আহত অবস্থায় পালিয়ে গেছে। পরে তাদের হাসপাতালে নেওয়া হয়।
উদ্ধারকারী দুজন বাসিন্দা রয়টার্সকে জানিয়েছেন, বাসটি যাত্রীতে পরিপূর্ণ ছিল। মৃতদেহগুলো শনাক্ত করা সম্ভব হচ্ছিল না। তারা আরও জানিয়েছেন, নারী ও শিশুসহ কমপক্ষে ৩০টি মৃতদেহ দেখেছেন।
ডাকাতি, হত্যা, অপহরণের মতো ঘটনা নাইজেরিয়ার নিয়মিত ঘটনা। নাইজেরিয়ায় ওই সশস্ত্র সন্ত্রাসীরা এখন পর্যন্ত বহু হামলা চালিয়েছে। তাদের দমাতে সেখানকার আইনশৃঙ্খলা বাহিনী শক্তিশালী নয়।