নিজস্ব প্রতিবেদক | আপডেট: January 5, 2022
শপথ গ্রহনের ৩ দিন পার হলেও ইউনিয়ন পরিষদে অফিস করতে পারেনি বরিশালের বাবুগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান-মেম্বাররা। ৩ জানুয়ারি আনুষ্ঠানিক শপথ গহনের পর চেয়ারম্যান মৃধা মুহা.আক্তার উজ জামান মিলন নবনির্বাচিত মেম্বারদের সাথে নিয়ে পরিষদ পরিদর্শনে গিয়ে দেখে পরিষদ ভবন অফিস করার অনুপযোগী।
ভবনের কক্ষে পোকামাকড় বাসা বেধেছে। বভনের ছাদের পলেস্তরা খসে পরছে। ওই দিন তিনি ইউনিয়ন পরিষদ ভবনের সামনের রাস্তায় দাড়িয়ে পরিচয় পর্ব সারেন। এরই ধারাবাহিকতায় ৫জানুয়ারি রহমতপুর ইউনিয়ন পরিষদের পুরাতন জরাজীর্ণ ভবন ব্যবহারের অনুপযোগী হওয়ায় পরিত্যক্ত ঘোষণাসহ নতুন ভবনের বরাদ্দ চেয়ে আবেদন করেছেন নতুন শপথ নেয়া ইউপি চেয়ারম্যান ও সদস্যরা।
বাবুগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল’র কাছে সচিব,চৌকিদার ও ইউপি সদস্যদের সাথে নিয়ে আবেদন পত্র জমা দেন রহমতপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মৃধা মু. আক্তার উজ-জামান মিলন। ইউপি ভবনটি শতভাগ ঝুঁকিপূর্ণ বলে মনে করেন তিনি।
নব নির্বাচিত চেয়ারম্যান মৃধা মু. আক্তার উজ-জামান মিলন বলেন, ভবনটি সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। অধিকাংশ স্থানের পলেস্তারা খসে পড়ে লোহার রড বেড় হয়ে গেছে। তাই জরাজীর্ণ পরিষদের ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে নতুন ভবনের জন্য আবেদন করা হয়েছে। এরকম অবস্থায় ওই ভবনে কেউ কাজ করতে রাজি নয়। ইউএনওর কাছে বিকল্প ব্যবস্থা করার জন্য অনুরোধ করা হয়েছে।
বুধবার সকালে আনুষ্ঠানিক ভাবে উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল’র কাছে নির্বাচিত সকল সদস্য ও সংরক্ষিত নারী সদস্যদের নিয়ে নতুন ভবনের জন্য আবেদন করা হয়েছে। এর আগে সোমবার ৩ জানুয়ারী জেলা প্রসাশকের কাছে শপথ নিয়ে বাবুগঞ্জ উপজেলা সভাকক্ষে ইউপি সদস্য সদস্যাদের শপথ অনুষ্ঠানে এক বক্তব্যে রহমতপুর ইউনিয়ন পরিষদ ভবনের বেহাল দশার কথা উল্লেখ করে সেখানে ঝুঁকি নিয়ে কাজ না করার ঘোষণা দিয়েছিলেন চেয়ারম্যান আক্তার উজ-জামান মিলন।
বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল বলেন, রহমতপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যরা রহমতপুর ইউনিয়ন পরিষদের জরাজীর্ণ ভবন পরিত্যক্ত ঘোষণা করার আবেদন করেছেন এবং অস্থায়ী ইউপি কার্যালয়ের ব্যবস্থার জন্য আবেদন জানিয়েছেন। অচিরেই যথাযথ ব্যবস্তা গ্রহণ করা হবে বলে তিনি জানান।