নিজস্ব প্রতিবেদক | আপডেট: January 23, 2022
বরিশালের বানারীপাড়ায় দিনে দুপুরে আম্বিয়া (৩৫) নামের এক নারীর বাজারের ব্যাগে রাখা ১১ হাজার টাকা উধাও হয়েছে। সে উপজেলার উদয়কাঠি ইউনিয়নের লবণসাড়া গ্রামের রিকশাচালক সালেক শরীফের স্ত্রী। ২৩ জানুয়ারি বেলা সাড়ে ১১টার দিকে বানারীপাড়া থানা সংলগ্ন বন্দর বাজারে ইউনুসের চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নারীা জানান, সকাল সাড়ে ১০টার দিকে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক থেকে জমানো ১১ হাজার ২ শত টাকা উত্তোলন করে ভ্যানিটি ব্যাগ না থাকায় বাজারের ব্যাগে রেখে বাজার করতে আসেন।
পরে ২০০ টাকা কেনাকাটা করে থানা সংলগ্ন চৌরাস্তার মোড়ে ইউনুসের চায়ের দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় অপর এক নারীর সঙ্গে ধাক্কা লাগে। এ সময় তার সন্দেহ হলে ব্যাগ তল্লাশী করে দেখেন ১১ হাজার টাকা নেই। তখন তিনি ওই নারীকে বাজারের মধ্যে খোঁজাখুজি করেও আর পাননি। পরে থানায় গিয়ে অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় ভুক্তভোগী ওই নারী হাউমাউ করে কাঁদতে থাকেন। তিনি আরো জানান, আমার অভাবের সংসারে ৪টি মেয়ে সন্তান রয়েছে। স্বামী ঢাকায় রিকশা চালান। আমার এখন কী হবে? আমার বাড়ি যাওয়ার যাতায়াত ভাড়াও নেই।