মো. শফিকুল ইসলাম, বাউফল | আপডেট: November 24, 2021
পটুয়াখালীর বাউফল উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (২৪ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার আল-আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপজেলা চেযারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব হাওলাদার, ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন খান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিচালক প্রশান্ত কুমার সাহা, কালাইয়া ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল হোসেন মনির মোল্লা।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা ক্রীড়া পরিষদের সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক মোঃ হুমায়ুন কবির, আদাবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান মনজুর আলম, ধুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবির, সূর্যমনি ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন বাচ্চু ও চন্দ্রদ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান আলকাছ হোসেন মোল্লা, দাশপাড়া ইউনিয়নের চেয়ারম্যান এনএম জাহাঙ্গীর হোসেন, বাউফল থানা এসআই নাসির উদ্দিন প্রমুখ।
সভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-আমিনকে ফুল দিয়ে বরণ করে নেন উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ।