নিজস্ব প্রতিবেদক | আপডেট: December 16, 2021
আজ ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। বিজয়ের এই দিনে মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণ এবং সম্মানে বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ করা হয়েছে। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আওয়ামী লীগ এবং বিএনপিসহ সকল সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন পৃথকভাবে এসব কর্মসূচি গ্রহণ করেছেন।
এরি মধ্যে বরিশাল নগরীর বিভিন্ন স্থানে নির্মাণ করা হয়েছে শুচ্ছে তোড়ণ। লাগানো হয়েছে রাজনৈতিক নেতাদের ব্যানার, ফ্যাস্টুন। নগরজুড়ে সকল সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান সেজেছে বাহারি রঙের আলোকসজ্জায়।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, মুজিববর্ষ ও বিজয় দিবসের কর্মসূচির অংশ হিসেবে বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী’র প্রথম প্রহরে বধ্যভূমির টর্চার সেলে ৭১ স্মৃতি ফলকে শ্রদ্ধা নিবেদন করবেন বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহসহ অন্যান্য কাউন্সিলরবৃন্দ।
এর আগে গত ১২ ডিসেম্বর থেকে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হয়েছে সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের উদ্যোগে ছয়দিন ব্যাপী মহান বিজয় দিবসের অনুষ্ঠানমালা। প্রতিদিন বিকেল থেকে শুরু হওয়া এ অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে আলোচনা সভা, আবৃত্তি, নৃত্য, সংগীত, গীতি আলেখ্যা ও নাটক।
অপরদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিজয় দিবসের অনুষ্ঠান সূচি ঘোষণা করা হয়েছে। যারমধ্যে প্রথমে রয়েছে ১৬ ডিসম্বর সকাল ৬টা ৩৫ মিনিটে জেলা পুলিশ লাইন্স মাঠে ৫০ বার তোপধ্বনির মধ্য দিয়ে মহান বিজয় দিবসের শূভ সূচনা করা হবে।
সকাল ৬টা ৪০ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করা হবে। সকাল ৭টা ১০ মিনিট ত্রিশ গোডাউন সংলগ্ন বধ্যভূমি অভিমুখে পদযাত্রা ও পুষ্পমাল্য অর্পণ করা হবে।
এদিকে, সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সব সরকারি-বেসরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত, ব্যাক্তি মালিকানাধীন ভবনগুলোতে জাতীয় পতাকা উত্তোলন করা হবে।
এছাড়াও সকাল ৮ টা ৪০ মিনিটে বঙ্গবন্ধু উদ্যানে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী করা হবে।এছাড়া শহিদ এডিসি কাজী আজিজুল ইসলামের কবর জিয়ারত ও দোয়া মোনাজাত। সকাল ১০টায় অভিরুচি সিনেমা হলের নিচতলায় ছেলেদের ও দ্বিতীয় তলায় মেয়েদের মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামাণ্য চলচ্চিত্র দেখার ব্যবস্থা রাখা হবে। একই সঙ্গে বেলা ১১টায় শহরের বগুরারোডস্থ জীবনানন্দ দাশ স্মৃতিপাঠাগার ও ক্লাবে শিশুদের দেশাত্মবোধক গান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
বেলা সাড়ে ১২টায় মহিলা ক্লাবে জেলা পর্যায়ে বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা জ্ঞাপন, মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য সম্মাননা প্রদান ও মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করা হবে। বাদ জুম্মা জাতীয় শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনায়ও স্থানীয় সব মসজিদে বিশেষ মোনাজাত এবং সুবিধাজনক সময়ে অন্যান্য সব মন্দির গির্জা ও উপাসনালয়ে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে।
দুপুরের দিকে বরিশালের বিভিন্ন হাসপাতাল, জেলখানা, এতিমখানা, সরকারি শিশু সদন, দুস্থ নারীদের আশ্রয়কেন্দ্রসহ অনুরুপ প্রতিষ্ঠানগুলোতে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে।
দুপুর আড়াইটায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নারীদের জন্য ক্রিড়া অনুষ্ঠান ও মুক্তিযুদ্ধ ভিত্তিক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বিকেল ৩টায় বঙ্গবন্ধু উদ্যানে মুক্তিযোদ্ধা সংসদ বরিশাল কামান্ড বনাম জেলা প্রশাসনের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে।
এছাড়া বিকাল সাড়ে ৩ টায় বঙ্গবন্ধু উদ্যানে প্রধানমন্ত্রী কতৃক শপথ পাঠ করানো হবে।সন্ধ্যা ৬ টায় শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এছারাও বরিশাল জেলা ও ১০ উপজেলা প্রশাসন, বরিশাল সিটি করপোরেশন, বরিশাল বিশ্ববিদ্যালয়, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ, বরিশাল বিএম কলেজসহ বিভিন্ন স্কুল-কলেজ, বিভিন্ন রাজনৈতিক-সাংস্কৃতিক সংগঠনসহ অন্যান্য সংগঠন দিনব্যাপী বিজয় দিবসের বিভিন্ন কর্মসূচি পালন করবে।