ই-পেপার

বরিশাল সদরে ৩টিতে নৌকা, বাকি তিনটিতে হাতপাখা ও স্বতন্ত্র বিজয়ী

নিজস্ব প্রতিবেদক | আপডেট: November 11, 2021

প্রশাসনের নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে বরিশাল সদর উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই অবাধ এবং নিরপেক্ষ ভোটে প্রার্থীরা বিজয়ী করেছেন চেয়ারম্যান এবং মেম্বারদের।

বৃহস্পতিবার রাতে সর্বশেষ তথ্য অনুযায়ী তিনটিতে আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী এবং বাকি তিনটি’র একটিতে ইসলামি আন্দোলন বাংলাদেশ ও দুটিতে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন।

এদের মধ্যে বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী মনিরুল ইসলাম ছবি টানা তৃতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

একইভাবে সায়েস্তাবাদ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী আরিফুজ্জামান মুন্না দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

এছাড়া রায়পাশা-কড়াপুর ইউনিয়নে মাত্র ৩০ ভোটের ব্যাবধানে নাটকিয় জয় পেয়েছেন আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী আহমেদ শাহরিয়ার বাবু। তিনি ৩৪৮৫ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি চশমা প্রতীকের প্রার্থী মনিরুজ্জামান পেয়েছেন ৩৪৪৪ ভোট। তৃতীয় অবস্থানে রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মো. বরকত উল্লাহ কাছেমী। তবে মাত্র ১১ ভোট পেয়ে জামানত হারাতে বসেছেন স্বতন্ত্র প্রার্থী মো. মামুনুর রশীদ।

অপরদিকে, চরমোনাই ইউনিয়নে বরাবরের মতই বিজয়ী হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী। এ নির্বাচনে আওয়ামী লীগ এবং স্বতন্ত্র প্রার্থীদের পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন চরমোনাই পীরের ছোট ভাই সৈয়দ মুহাম্মাদ জিয়াউল করীম। তিনি পেয়েছেন ১০ হাজার ৩৯৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নৌকা প্রতীকের প্রার্থী মো. নুরুল ইসলাম পেয়েছেন ৬ হাজার ৯০১ ভোট।

এছাড়া স্বতন্ত্র প্রার্থী টেবিল ফোন প্রতীকের মো. জাহিদুর রহমান ২৭, আনারস প্রতীকের সাব্বির হোসেন ২৭২ এবং সৈয়দ মো. নুরুল করীম চশমা প্রতীক নিয়ে পেয়েছেন মাত্র ২২ ভোট। এ তিন প্রার্থীই জামানত হারাচ্ছেন।

অপরদিকে, সদর উপজেলার চন্দ্রমোহন ও চাঁদপুরা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা পরাজিত হয়েছেন। এ দুটি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

এদের মধ্যে চাঁদপুরা ইউনিয়নে আনারস প্রতীক নিয়ে ৪ হাজার ৩৪৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন জাহিদ হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি হাতপাখা প্রতীকের প্রার্থী মো. আলী আজিম খান পেয়েছেন ২৯৩৫ ভোট।

এছাড়া আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মো. হেলাল উদ্দীন খান ২৭৯৭ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী মো. হেলাল উদ্দিন বিশ্বাস মোটরসাইকেল প্রতীক নিয়ে মাত্র ৩২০ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

এছাড়া চন্দ্রমোহন ইউনিয়নে বিজয়ী হয়েছেন আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সিরাজুল হক। বরিশাল সদর উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে এই তথ্য জানা গেছে।

  • ফেইসবুক শেয়ার করুন