নিজস্ব প্রতিবেদক | আপডেট: December 22, 2021
‘শিক্ষা, নৈতিকতা ও দেশপ্রেম’ এই মূলমন্ত্রে উজ্জীবিত বরিশাল মেট্রোপলিটন স্কুলে আনন্দঘন পরিবেশে পালিত হয়েছে মহান বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অর্জিত স্বাধীনতাকে শিশুদের মাঝে স্মরণীয় করার লক্ষে আয়োজন করা হয় দেশাত্মবোধক গান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
গতকাল স্কুল ক্যাম্পাসে অনুষ্ঠিত এইপ্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়। অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে ক্রেস্ট সনদ প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বরিশাল মেট্রোপলিটন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এস, এম আলী নেছার। বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মহাব্বাতুল্লাহ, স্কুল শাখার প্রধান আমান উল্লাহ্ আমান, উপস্থিত ছিলেন পরিচালক মোঃ রিয়াজ হোসেন ও মোঃ কাওছার হোসেন।
কোভিড-১৯ এর প্রভাবে বরিশাল নগরীর যখন অনেক প্রাইভেট স্কুল বন্ধ হয়ে যাওয়ার উপক্রম,ঠিক তখনই চ্যালেঞ্জ নিয়ে গড়ে ওঠে বরিশাল মেট্রোপলিটন স্কুল। অল্প দিনেই স্কুলটি অভিভাবকদের মধ্যে আস্থা অর্জন করতে সক্ষম হচ্ছে।