ই-পেপার

বরিশাল মহানগর আ’লীগের সহ-সভাপতি হেমায়েত খান বাদশা’র ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক | আপডেট: January 6, 2022

বরিশাল মহানগর আওয়ামী লীগের ১ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক রাশেদ খান মেননের বাবা ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব ইঞ্জিনিয়ার হেমায়েত উদ্দিন খান বাদশা ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। আজ বৃহস্পতিবার (০৬ জানুয়ারি) দুপুর ৩টা ১০ মিনিটে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নগরীর পশ্চিম কাউনিয়া খান বাড়ি নিবাসী হেমায়েত উদ্দিন খান বাদশা মৃত্যুকালে দুই পুত্র ও দুই কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

প্রবীন এই আওয়ামী লীগ নেতার মৃত্যুর খবর পেয়ে পশ্চিম কাউনিয়ায় মরহুমের বাড়িতে ছুটে যান আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং যুবলীগসহ অন্যান্য রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ। তারা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

পারিবারিক সূত্রে জানা গেছে, ‘বৃহস্পতিবার ঢাকায় মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে সড়ক পথে বরিশালের উদ্দেশ্যে নিয়ে আসা হবে। পরে বরিশালে মরহুমের দ্বিতীয় জানাজা শেষে দাফন করা হবে।

মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি সহ-সভাপতি আলহাজ্ব ইঞ্জিনিয়ার হেমায়েত উদ্দিন খান বাদশা’র মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ও সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এছাড়াও শোক প্রকাশ এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব ও বাংলাদেশ সম্পাদক ফোরাম, বরিশাল বিভাগের সাধারণ সম্পাদক, দৈনিক মতবাদ এবং দখিনের মুখ পত্রিকার সম্পাদক এস.এম জাকির হোসেন।

  • ফেইসবুক শেয়ার করুন