নিজস্ব প্রতিবেদক | আপডেট: November 26, 2021
বরিশাল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ১২তম স্নাতক গণিত অলিম্পিয়াড ২০২১ আঞ্চলিক পর্ব। এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশন এর সহায়তায় এবং বাংলাদেশ গণিত সমিতির উদ্যোগে দেশব্যাপী শুরু হয়েছে অলিম্পিয়াড।
বিশ্ববিদ্যালয় গণিত বিভাগের সার্বিক তত্ত্বাবধানে গণিত অলিম্পিয়াডের বরিশাল বিভাগের আঞ্চলিক পর্বটি সম্পন্ন হয়। শুক্রবার আঞ্চলিক পর্বটি অনলাইনে উদ্বোধন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।
প্রতিযোগিতায় ৬টি বিশ্ববিদ্যালয় ও ০৯টি কলেজের ১০৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। গণিত অলিম্পিয়াডের বরিশাল বিভাগের আঞ্চলিক পর্বে বরিশাল, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, ভোলা, ফরিদপুর, রাজবাড়ি, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুরের শিক্ষার্থীরা অংশ নেয়।