নিজস্ব প্রতিবেদক | আপডেট: November 21, 2021
বরিশালসহ গোটা দক্ষিণাঞ্চলে করোনা পরিস্থিতি এখন পুরোটাই স্বাভাবিক বলে মনে করছেন স্বাস্থ্য বিভাগের দায়িত্বশীলরা। তাদের মতে নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে চললে এই অঞ্চলে করোনাকে শতভাগ জয় করতে পারবে মানুষ।
এদিকে, বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের সূত্র মতে, গত ২৪ ঘন্টায় বরিশায় বরিশাল বিভাগের কোন জেলা এবং উপজেলায় নতুন করে কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হয়নি। এমনকি মৃত্যুবরণ করেননি কেউ। তাছাড়া চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তিও হয়নি কেহ।
তবে, গেলো ২৪ ঘন্টায় সুস্থতার খবর রয়েছে। এ সময়ে বরিশাল বিভাগে নতুন করে ২০ জন সুস্থ হয়েছে বলে জানিয়েছেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস।
স্বাস্থ্যবিভাগের পরিসংখ্যান অনুযায়ী, বরিশাল বিভাগে ভাইরাসটিতে নতুন করে করোর মৃত্যু না হওয়ায় মোট মৃতর সংখ্যা ৬৭৯ জনই রয়েছে। এছাড়া নতুন করে আক্রান্ত শনাক্ত না হওয়ায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৫ হাজার ৩০২ জন।
এর মধ্যে থেকে সুস্থতা লাভ করেছেন ৪৩ হাজার ৭৮৯ জন। এছাড়া বিভাগের বিভিন্ন সরকারি এবং বেসরকারি হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা গ্রহণ করছেন পাঁচ হাজার ৯১১ জন।
প্রসঙ্গত, গত বছর ১১ মার্চ বরিশাল বিভাগে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়।