নিজস্ব প্রতিবেদক | আপডেট: November 21, 2021
বরিশাল বিভাগীয় কমিশনার সাইফুল হাসান বাদল ও রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ন্যাশনাল ডেইলিজ ব্যুরো চীফ এসোসিয়েশন (এনডিবিএ) বরিশালের সদস্যরা।
বিভাগীয় কমিশনারের কার্যালয়ে রোববার দুপুরে সৌজন্য সাক্ষাত শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বরিশাল বিভাগীয় কমিশনার সাইফুল হাসান বাদল পেশাদার সাংবাদিকদের নিয়ে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
রেঞ্জ ডিআইজি এসএম আকতারুজ্জামান এনডিবিএ-এর সদস্যদের সংবাদ সংক্রান্ত বিষয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
উপস্থিত ছিলেন, এনডিবিএ-এর উপদেষ্টা নাছিমুল আলম, সাধারণ সম্পাদক আকতার ফারুক শাহিন, দপ্তর সম্পাদক খান রফিক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এম মিরাজ হোসাইন, প্রচার সম্পাদক শাহীন হাফিজ, কার্যনির্বাহী কমিটির সদস্য আযাদ আলাউদ্দিন, আরিফুর রহমান, আল মামুন, সুমন চৌধুরী, সাইদুর রহমান পান্থ, তন্ময় তপু প্রমুখ।