ই-পেপার

বরিশাল প্রেসক্লাবের সভাপতি কাজী বাবুল, সম্পাদক এসএম জাকির

নিজস্ব প্রতিবেদক | আপডেট: December 31, 2021

বরিশাল প্রেসক্লাব নির্বাচনে সভাপতি পদে পুন:নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ ডিসেম্বর) বিকেল ৪ টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৬ পর্যন্ত চলে ভোট । ৭৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে সভাপতি হিসেবে ৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন কাজী নাসির উদ্দিন বাবুল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মানবেন্দ্র বটব্যাল পেয়েছেন ৩৩ ভোট।

প্রধান নির্বাচন কমিশনার সাইফুর রহমান মিরণ ও নির্বাচন কমিশনার দেবাশীষ চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার (২৪ ডিসেম্বর) বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত কার্যনির্বাহী পরিষদের ভোট গ্রহণ করা হয়। রাত সাড়ে ১১টার দিকে ঘোষণা করা হয় ফলাফল। ফলাফলে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন এসএম জাকির হোসেন।

এছাড়া সহ-সভাপতি পুলক চ্যাটার্জী ও কাজী আল মামুন, সহ-সম্পাদক এম. জহির, কোষাধ্যক্ষ সুখেন্দু এদবর, পাঠাগার সম্পাদক খান রুবেল, সাংস্কৃতিক সম্পাদক কেএম নয়ন, ক্রীড়া সম্পাদক আরিফিন তুষার, দপ্তর সম্পাদক এম. লোকমান হোসেন নির্বাচিত হন।

সদস্য হয়েছেন এসএম ইকবাল, তপংকর চক্রবর্তী, কমল সেন গুপ্ত, রাজ্জাক ভুইয়া, মিজানুর রহমান, সুমন চৌধুরী ও এম. মোফাজ্জেল হোসেন নির্বাচিত হয়েছেন।

এদিকে, সভাপতি পদে স্বতন্ত্র প্রার্থী কাজী নাসির উদ্দিন বাবুল, মানবেন্দ্র বটব্যা, মুরাদ আহাম্মেদ সমসংখ্যক ভোট পাওয়ায় নির্বাচনী বিধিমালা-২০২২ এর ২৬ নং ধারানুসারে পুন:নির্বাচনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর পরিপ্রেক্ষিতে শুক্রবার বিকাল সভাপতি পদে পুন:নির্বাচন অনুষ্ঠিত হয়।

  • ফেইসবুক শেয়ার করুন