নিজস্ব প্রতিবেদক | আপডেট: May 29, 2022
বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে শিশুসহ ৮ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ২০ জন আহত হয়েছেন।
আজ রোববার (২৯ মে) ভোরে উপজেলার বামরাইলে যমুনা লাইন পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন উজিরপুর মযেল থানার অফিসার ইনাচার্জ (ওসি) আলী আর্শাদ।
তিনি জানান, এখন পর্যন্ত ৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাছাড়া আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাদালে ভর্তি করা হয়েছে।
তিনি আরও জানান, বাসটি ঢাকা থেকে পিরোজপুরের ভাণ্ডারিয়ার উদ্দেশে যাচ্ছিল। পথে বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সাথে গাছের ধাক্কা লাগে।
ওসি বলেন, বাসটি উদ্ধারে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি।
বরিশাল ফায়ার সার্ভিসের ইউনিট লিডার মো. জাহাঙ্গীর বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের গৌরনদী ও উজিরপুরের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। ফায়ার সার্ভিস কর্মীরা বাসটি কেটে যাত্রীদের উদ্ধার করে।