নিজস্ব প্রতিবেদক | আপডেট: January 8, 2022
যুবলীগের বিশেষ বর্ধিত সভায় বরিশাল জেলা ও মহানগর যুবলীগের সম্মেলনের জোড় তাগিদ দিয়েছেন বরিশাল সিটি মেয়র এবং মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। আওয়ামী লীগের ঘাটি বরিশাল মহানগরকে আরও শক্তিশালী করতে যুবলীগের পাশাপাশি পাঁচটি অঙ্গ সংগঠনের কমিটি জরুরী বলে উল্লেখ করেছেন তিনি।
শনিবার (০৮ জানুয়ারি) বরিশালের রহমতপুর এলাকায় কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে জেলা ও মহানগর যুবলীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথি’র বক্তৃতায় সিটি মেয়র এই তাগিদ দেন। বিশেষ বর্ধিত সভায় সভাপতিত্ব করেন জেলা যুবলীগের সভাপতি অধ্যাপক মো. জাকির হোসেন।
এসময় সিটি মেয়র সাদিক আবদুল্লাহ বলেন, ‘যে বরিশাল একসময় বিএনপি’র ঘাটিতে পরিণত ছিলো সেই বরিশালকে আমরা এখন আওয়ামী লীগের ঘাটিতে পরিণত করেছি। আমরা সম্মেলনের মাধ্যমে মহানগর এবং ওয়ার্ড আওয়ামী লীগের কমিটিগুলোকে সাজিয়েছি। এজন্য আমাদের মহানগর আওয়ামী লীগ এখন অনেক চাঙ্গা। তার পরেও আমাদের রাজনীতি করতে কষ্ট হয়। কারণ আমাদের সহযোগী এবং অঙ্গ সংগঠনগুলোর কমিটি নেই।
মেয়র বলেন, ‘আজকে ডাক দিলে আমাদের মিছিলে লোকের অভাব হয় না। যেই তরুণ এবং যুব নেতৃত্ব তাদের যদি আমরা সাংগঠনিকভাবে আবদ্ধ রাখতে না পারি, তবে এই যে জোয়ারটা সেটা কিন্তু ধ্বংস হয়ে যাবে। তরুণ নেতৃত্ব, যুব নেতৃত্ব সংগঠনের মাধ্যমে আবব্ধ করে এই উত্তাল জোয়ারটাকে ধরে রাখতে হবে।
মেয়র বলেন, ‘আমিও মনে প্রাণে চাই কমিটি হোক। ১৮ বছর, ২২ বছর বা ২৮ বছরে যেসব কমিটি হয়নি আপনারা যে সময় দিবেন সেই সময়টাতেই আমরা জামকালো এবং সর্বোচ্চভাবে সম্মেলনের আয়োজন করবো। সেখানে আমাদের যুবলীগের চেয়ারম্যানও থাকবেন। কেন্দ্রীয় নেতৃবৃন্দ থাকবেন। আমরা আশা করছি আমাদের অভিভাবক এবং যুবলীগের চেয়ারম্যানের সঙ্গে কথা বলে আপনারা সম্মেলনের তারিখ দিবেন।
আজকে আমাদের মিছিলে যারা শ্রম দিচ্ছে, আওয়ামী লীগের জন্য শ্রম দিয়েছে তাদের সংগঠনিকভাবে আবদ্ধ করতে হবে। এতোদিন পরে যুবলীগের একটা অনুষ্ঠান হচ্ছে, সবাইকে সযোগ দিতে হবে। দরজা আটকে কমিটি করার সময় এখন না। আমাদের সংগঠনে লোকের অভাব নাই। আমাদের প্রতিযোগিতা আছে। আমাদের চেয়ারম্যান আসবেন। সবার উপস্থিতিতে একটি চমৎকার সম্মেলন উপহার দিবো।
মেয়র বলেন, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং মহিলা আওয়ামী লীগের কমিটি করা খুবই প্রয়োজন। মহানগর আওয়ামী লীগের একটি সংগঠন দিয়ে যদি বিএনপি’র ঘাটি আওয়ামী লীগের ঘাটিতে পরিণত করতে পারি, তাহলে পাঁচটি সংগঠন হলে আজকে আওয়ামী লীগ কোথায় যাবে আপনারা চিন্তা করে দেখেন।
সাদিক আবদুল্লাহ বলেন, ‘আর দুবছর পর নির্বাচন। আপনারা যানেন আমাদের নেত্রীর বিরুদ্ধে কিভাবে ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্র চলবে, রাজনীতি মানেই ষড়যন্ত্র। রাজনীতির সাথে ষড়যন্ত্র যুগে যুগে হয়ে আসছে এবং থাকবে। ষড়যন্ত্র মোকাবেলা করেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আজ এই জায়গাতে আসছেন। আমাদের কাজ একটাই, তা হলো মানীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করা।
বিশেষ বর্ধিত সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম। এসময় তিনি খুব দ্রুতই বরিশাল জেলা ও মহানগর যুবলীগের নতুন কমিটি গঠনের লক্ষ্যে সম্মেলনের আয়োজন করতে কেন্দ্রীয় নেতৃবৃন্দ’র সাথে কথা বলে ব্যবস্থা গ্রহণের কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য তালুকদার মো. ইউনুস, মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর ও আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) কাজী মাজহারুল ইসলাম। বিশেষ বক্তা ছিলেন- বরিশাল জেলা যুবলীগের যুবলীগের সাধারণ সম্পাদক ফজলুল করিম শাহীন।
বরিশাল মহানগর যুবলীগের আহ্বায়ক নিজামুল ইসলাম নিজাম এর সঞ্চালনায় বিশেষ বর্ধিত সভায় যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ব্যারিস্টার আরাফাত হোসেন খান, মহানগর যুবলীগ নেতা ও প্যানেল মেয়র অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোনক, তারিক বিন ইসলাম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমুখ উপস্থিত ছিলেন।