নিজস্ব প্রতিবেদক | আপডেট: January 12, 2022
একাধিক মাদক মামলার আসামী হায়দার আলী শেখ (৬০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার (১২ জানুয়ারি) বরিশাল নগরীর বিআইপি গেট সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৪১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
গণমাধ্যমে প্রেরিত খবর বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদক বেচা কেনার গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে অভিযান পরিচালনা করেন এসআই মেহেদীর নেতৃত্বে বিএমপির সদস্যরা।
অভিযানের এক পর্যায়ে নগরীর ১১ নং ওয়ার্ডের বিআইপি গেট সংলগ্ন ভাড়া বাসা থেকে হায়দার আলী শেখ কে আটক করা হয়। এসময় কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয় তার ছেলে মাদক ব্যবসায়ী সোহেল শেখ (২৬)।
আটক হায়দারের কাছ থেকে ৪১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। পাশাপাশি পলাতক সোহেল শেখকে গ্রেপ্তার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।