নিজস্ব প্রতিবেদক | আপডেট: January 19, 2022
বরিশালে ট্রাক বোঝাই ৩ লাখ পিস রেনুপোনাসহ সোহেল রানা নামের এক যুবককে আটক করেছে কোস্টগার্ড। মঙ্গলবার সকালে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুর টোলপ্লাজার সামনে থেকে রেনুপেনা জব্দ করা হয়।
পরে ওইদিন সন্ধ্যায় মোবাইল কোর্টের মাধ্যমে এ ঘটনায় আটক সোহেল রানাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। পাশাপাশি জব্দকৃত রেনুপোনা কীর্তনখোলা নদীতে অবমুক্ত করা হয়েছে।
তথ্য নিশ্চিত করে কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ এসএম তাহসিন রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড দক্ষিণ জোনের বিসিজি স্টেশনের একটি দল মঙ্গলবার সকালে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুর টোল প্লাজা সংলগ্নে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করেন।
এসময় একটি ট্রাকে তল্লাশী করে আনুমানিক ৩ লাখ রেনুপোনাসহ সোহেল রানা নামের রেনুপোনা পাচারকারিকে আটক করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন আল হেলাল মোবাইল কোর্টে সোপর্দ করা হলে আদালত তাকে এক মাসের বিনাশ্রম করাদণ্ড প্রদান করেন।
এছাড়া জব্দকৃত রেনুপোনা কীর্তনখোলা নদীতে অবমুক্ত করা হয়েছে বলে জানান কোস্টগার্ডের ওই কর্মকর্তা।