ই-পেপার

বরিশালে সড়ক দুর্ঘনা তদন্তে কমিটি, নিহতদের দাফনে আর্থিক সহায়তা

নিজস্ব প্রতিবেদক | আপডেট: May 29, 2022

বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বরিশালের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে গঠিত তদন্ত কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।

বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বরিশাল শের-ই-বাংলা সেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ১৮ জনের চিকিৎসা নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে। সেখানে সার্বিক তত্ত্বাবধানে সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

জেলা প্রশাসক বলেন, বিভাগীয় কমিশনার স্যার হাসপাতালে আহতদের দেখতে গিয়েছেন এবং নিহতদের দাফন কাফনের জন্য ২০ হাজার টাকা করে সহায়তার ঘোষণা দিয়েছেন।

এর আগে আজ রোববার ভোর সাড়ে ৫টায় বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে যমুনা লাইনন্স পরিবহন নামক বাস দুর্ঘটনায় ১০ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। নিহতদের মধ্যে ৮ জন পুরুষ, একজন নারী এবং একজন শিশু।

  • ফেইসবুক শেয়ার করুন