নিজস্ব প্রতিবেদক | আপডেট: November 11, 2021
বরিশালের গৌরনদীতে স্কুলছাত্রীকে (১৩) তিনদিন আটকে রেখে ধর্ষণের অভিযোগে জুয়েল খান (২১) নামে এক টমটমচালককে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতার জুয়েল উপজেলার চরকুতুবপুর গ্রামের রুস্তুম খানের ছেলে। পেশায় তিনি টমটমচালক।
শিক্ষার্থীর স্বজনরা জানান, স্কুলে আসা-যাওয়ার পথে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করতেন জুয়েল খান। একপর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমের প্রস্তাব দেন তিনি। তবে স্কুলছাত্রী তা প্রত্যাখ্যান করে। এতে জুয়েল ক্ষিপ্ত হন।
এর জেরে গত ৮ নভেম্বর (সোমবার) সকাল ৯টার দিকে বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে জুয়েল খানের নেতৃত্বে পাঁচ-ছয় যুবক ওই ছাত্রীকে থ্রি হুইলারে (মাহিন্দ্র) তুলে নিয়ে যান। বিষয়টি জানতে পেরে ছাত্রীর পরিবার জুয়েল খানের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজ করেন। না পেয়ে পরিবারের পক্ষ থেকে থানা পুলিশকে বিষয়টি জানানো হয়।
গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন বলেন, বিষয়টি জানতে পেরে ওই ছাত্রীকে উদ্ধারে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। তবে জুয়েল খান পুলিশের হাত থেকে রক্ষা পেতে বার বার স্থান বদল করতে থাকেন।
পরে তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়ে বুধবার দিনগত রাত সোয়া ৩টার দিকে বরিশালের মুলাদী উপজেলার প্রত্যন্ত গ্রামে জুয়েলের ভগ্নিপতি ফয়সাল মুন্সির বাড়িতে অভিযান চালিয়ে ওই ছাত্রীকে উদ্ধার করা হয়। আটক করা হয় জুয়েল খানকে।
ওসি মো. আফজাল হোসেন বলেন, উদ্ধারের পর ওই ছাত্রী তার স্বজনদের জানায় তিনদিন বিভিন্ন স্থানে আটকে রেখে জুয়েল তাকে একাধিকবার ধর্ষণ করেন। এ ঘটনায় ওই ছাত্রীর ভাই বাদী হয়ে জুয়েল খান ও তার সহযোগী চার যুবকের নামসহ সাতজনকে আসামি করে থানায় ধর্ষণ মামলা করেন।
জুয়েল খানকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। পাশাপাশি ওই ছাত্রীকে ধর্ষণ সংক্রান্ত পরীক্ষার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।