নিজস্ব প্রতিবেদক | আপডেট: December 15, 2021
বরিশালে বিপুল পরিমাণ গাঁজাসহ মোঃ তাওহীদ নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৮। এসময় তার কাছ থেকে ছয় কেজি গাঁজা উদ্ধার করেছেন তারা।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বরিশাল নগরীর সাগরদী এলাকা থেকে তাকে আটক করা হয়। মোঃ তাওহীদ (১৯) ঝালকাঠি জেলার কাঠালিয়ার পূর্ব ছিটকি গ্রামের বাসিন্দা।
বুধবার (১৫ ডিসেম্বর) গণমাধ্যমে প্রেরিত খবর বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদক কেনা বেচার গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সাগরদী এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব। এক পর্যায়ে বেলা ১ টার দিকে আলিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকা থেকে মাদক ব্যবসায়ী তাওহীদকে আটক করেন তারা।
পরে তার কাছ থেকে ৬ কেজি ৭শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় র্যাব-৮ বরিশাল সিপিএসসির ডিএডি মোঃ নূর ইসলাম বাদী হয়ে বরিশাল মহনগরীর কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।