ই-পেপার

বরিশালে সাংবাদিক অপুর ওপরে হামলা পরিকল্পিত: আটক মামুনের স্ত্রী

নিজস্ব প্রতিবেদক | আপডেট: May 31, 2022

বরিশালে সময় টেলিভিশনের সিনিয়র রিপোর্টার ও বরিশাল ব্যুরো প্রধান অপূর্ব অপুর উপর হামলা ও অপহরণ চেষ্টা পরিকল্পিত বলে দাবী করেছে এই ঘটনায় আটক শাহিন হোসেন মল্লিক মামুনের স্ত্রী মিতু।

মঙ্গলবার বিকালে নগরীর শীতলা খোলা এলাকায় সাংবাদিকদের কাছে এমনটাই দাবী করেছেন তিনি।

মিতু সাংবাদিকদের জানান, নগরীর শীতলা খোলা এলাকায় ১১ তলা বিশিষ্ট চন্দ্রদ্বীপ নামে একটি ভবনের জমির মালিক শাহিন হোসেন মল্লিক মামুন। ওই জমিতে ডেভলপাররা ভবন তৈরী করে। এই নিয়ে ডেভলপারদের কাছে ৮০ লাখ টাকা পাওনা ছিলো মামুনের। তবে সেই টাকা দিতে গড়িমসি করছিলো ডেভলপার  নজরুল ইসলাম। এই নিয়ে দ্বন্দে চলছিলো। এর মাঝে সাংবাদিক অপূর্ব অপু দুই মাসের জন্য আমাদের ভবনের গ্যারেজ ভাড়া নেওয়ার কথা বলে। কিন্তু আমার স্বামী তার কাছ থেকে কোনো ভাড়া না নিয়েই গাড়ি রাখতে দেয়।

তিনি বলেন, আমার স্বামী মামুনকে ফাঁসাতে ডেভলপাররা জিহাদুল ইসলাম জেহাদ সহ কয়েকজনকে দিয়ে সাংবাদিক অপূর্ব অপুর উপর হামলা ও অপহরণ চেষ্টা করেছে পরিকল্পিতভাবে। কেননা যেখানে ঘটনা ঘটেছে সেখানে এই হামলা করলে মামুন এমনিতেই ফাঁসবে। তাছাড়া জেহাদ সহ অন্য যারা হামলা করেছে অপুর উপরে তারা সকলেই আমাদের ভবনের নিচ তলায় জোড়পূর্বকভাবে আড্ডা দিতো। সাংবাদিক অপূর্ব অপুকে তো সবাই চেনে, সে কেমন। তাই যার উপর হামলা করলে মামুন ফাঁসবে তার উপরই হামলা করেছে জেহাদ।

প্রসঙ্গত, রোববার বিকালে বরিশাল নগরীর শীতলা খোলা এলাকায় সাংবাদিক অপূর্ব অপুর উপর হামলা ও তাকে প্রাইভেটকারে করে অপহরণ চেষ্টা করে ৫ থেকে ৭ জনের একটি দুষ্কৃতিকারি দল। এই ঘটনায় থানায় মামলা দায়ের করা হলেও এখন পর্যন্ত পুলিশ মূল অভিযুক্ত জিহাদুল ইসলাম জেহাদ ও নূরে আলম সহ বাকিদের গ্রেপ্তার করতে পারেনি। পাশাপাশি অপহরণ চেষ্টায় ব্যবহৃত প্রাইভেটকারটিও পুলিশ আটক করেনি। এই ঘটনায় বরিশালের বিশিষ্টজন, সাংবাদিক সংগঠনগুলো উদ্বেগ প্রকাশ করেছে। দিয়েছে ৪৮ ঘন্টার আলটিমেটাম।

  • ফেইসবুক শেয়ার করুন