নিজস্ব প্রতিবেদক | আপডেট: November 15, 2021
বরিশালে যাত্রীবাহী বাস থেকে ২শ’ মন ঝাটকা উদ্ধার করেছে পুলিশ। ১৫ নভেম্বর সকাল ৭টায় নৌ পুলিশ বরিশাল অঞ্চলের এসপি কাফিল উদ্দিনের নেতৃত্বে দপদপিয়া জিরো পয়েন্ট থেকে এসব উদ্ধার করা হয়। নৌ পুলিশ সূত্রে জানা যায়, কুয়াকাটা ও গলাচিপা থেকে ঢাকাগামী চেয়ারম্যান, ডলফিন ও বেপারী পরিবহন থেকে পৃথকভাবে ২শ’ মন ঝাটকা উদ্ধার করা হয়।
পরে উদ্ধারকৃত ঝাটকাগুলো বরিশাল সদর নৌ থানায় এনে বিভিন্ন এতিমখানা ও দু:স্থ মানুষের মাঝে বিতরন করা হয়। নৌ পুলিশ বরিশাল অঞ্চলের এসপি কাফিল উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে দপদপিয়া জিরো পয়েন্টে অভিযান চালিয়ে ঢাকাগামী চেয়ারম্যান, ডলফিন ও বেপারী পরিবহন থেকে ২শ’ মন ঝাটকা উদ্ধার করা হয়। আমাদের এ ধরনের অভিযান অব্যহত থাকবে।